সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


রিয়ালকে কাঁদিয়ে সুপার কাপের ফাইনাল খেলবে বার্সেলোনা-বিলবাও


প্রকাশিত:
১৫ জানুয়ারী ২০২১ ২৩:৩০

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ১২:৩৮

 

প্রভাত ফেরী: স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ওঠার অপেক্ষা ছিল রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো বিলবাও। আর এদিকে একদিন আগেই দারুণ জয়ে ফাইনাল নিশ্চিত করে ফেলেছে বার্সেলোনা।

তবে বার্সেলোনার প্রতিদ্বন্দী রিয়াল মাদ্রিদ অনেক আশার মধ্যে হতাশায় ছিটকে পড়ে গেলো ফাইনালে ওঠার স্বপ্ন থেকে।রিয়াল মাদ্রিদকে কাঁদিয়ে সুপার কাপের ফাইনালে উঠেছে অ্যাথলেটিকো বিলবাও।

দ্বিতীয় সেমিফাইনালে গতকাল বৃহস্পতিবার রাতে রিয়ালকে ২-১ গোলে হারিয়েছে বিলবাও। প্রতিপক্ষের হয়ে জোড়া গোল করেন রাউল গার্সিয়া। আর রিয়ালের হয়ে একমাত্র গোলটি করেন করিম বেনজেমা।

আগামী রোববার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা ও অ্যাথলেটিকো বিলবাও।

এদিন ম্যাচের বেশিরভাগ সময় বল দখলে রাখলেও প্রতিপক্ষকে পরীক্ষায় ফেলতে পারেনি রিয়াল। দুর্বল আক্রমণ নিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করতে পারেননি জিদান শিষ্যেরা। উল্টো চাপ বাড়িয়ে ১৮ মিনিটেই এগিয়ে যায় বিলবাও। ডি-বক্সের ডান দিকে কোনাকুনি শটে বিলবাওকে এগিয়ে নেন রাউল গার্সিয়া।

৩৮ মিনিটে আবারও এগিয়ে যায় বিলবাও। এবারের গোলটিও আসে গার্সিয়ার পা থেকে। সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

এরপর শেষের দিকে অনেক চেষ্টার পর ৭৩ মিনিটে ব্যবধান কমায় রিয়াল। ডান দিক থেকে সতীর্থের হেডে বাড়ানো বল গোলমুখে পেয়ে জালে ঠেলে দেন বেনজেমা। শেষের দিকে আর গোল না পেলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় স্প্যানিশ চ্যাম্পিয়ানদের।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top