সিডনী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


মেসিময় এক ম্যাচ; ২ মিনিটে বাঁ পায়ে জয়ের ভেলকি


প্রকাশিত:
৮ ফেব্রুয়ারি ২০২১ ১৯:০৮

আপডেট:
২ মে ২০২৪ ২১:২৯

 

প্রভাত ফেরী: বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে পিছিয়ে পড়া দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসি।  

এদিন প্রতিপক্ষ রিয়াল বেটিসের মাঠে প্রথমে গোল হজম করে পিছিয়ে পড়ে বার্সেলোনা। ম্যাচের ৩৮ মিনিটে ডান দিক থেকে এমেরসনের বাড়ানো ক্রসে আলতো ছোঁয়ায় বার্সার জালে বল জড়িয়ে দেন ইগলেসিয়াস।

প্রথমার্ধে সেই গোল শোধ করতে পারেনি বার্সেলোনা। বলদখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও ক্ষুরধার আক্রমণ দেখা যায়নি মেসিবিহীন বার্সা শিবিরে।

১-০ স্কোরলাইনে বিরতিতে যায় দুদল।

দ্বিতীয়ার্ধে ফিরে ৫৭ মিনিটে অনেকটা বাধ্য হয়ে রিকি পুসের বদলি হিসেবে মেসিকে নামান কোচ কোম্যান। আর নামার ২ মিনিট পার হতে না হতেই দলকে সমতায় ফেরান মেসি।

ডান দিকে সতীর্থের পাস ডি-বক্সের মুখে পেয়ে যান মেসি। মুহূর্তেই বাঁ পায়ের শটে জালের ঠিকানা খুঁজে নেন আর্জেন্টাইন কিংবদন্তি।

৬৮ মিনিটে ভাগ্য সুপ্রসন্ন হয় কাতালান ক্লাবটির। আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে বেটিস। বার্সার ফরাসি ফরোয়ার্ড গ্রিজম্যান গোলপোস্ট বরাবর শট নেন। যদিও গোলে পরিণত হওয়ার যোগ্য ছিল না শটটি। কিন্তু বল ঠেকাতে ছুটে আসা বেটিস ডিফেন্ডার ভিক্টর রুইসের পায়ে লাগলে বিভ্রান্ত হন গোলরক্ষক। বল জড়িয়ে যায় জালে।

২-১ গোলের ব্যবধানে এগিয়ে যায় বার্সা। আত্মঘাতী গোল হজম করেও ঘুরে দাঁড়ায় বেটিস। ৭৫ মিনিটে দলকে সমতায় ফেরান আত্মঘাতী গোল করা সেই রুইস। ডি-বক্সের বাঁ দিক থেকে বল উড়িয়ে মারেন নাবিল ফেকির। তাতে মাথা ছুঁইয়ে বার্সার গোলরক্ষককে পরাস্ত করেন রুইস। 

এর পর আরও ১০ মিনিট খেলা চললে ২-২ গোলেই ম্যাচ ড্র হবে ধারণা করেন অনেকেই। কিন্তু ৮৬ মিনিটে বার্সা সমর্থকদের মুখে হাসি ফোটান পর্তুগিজ ফরোয়ার্ড ফ্রান্সিসকো ত্রিনকাও। 

ডি-বক্সের কাছাকাছি জায়গায় রিয়াল বেটিসের ডিফেন্ডারের ভুলে বল পেয়ে যান ত্রিনকাও। সুযোগ আর হাতছাড়া করেননি ত্রিনকাও। জোরালো শটে জয়সূচক গোলটি করেন তিনি।

রেফারির শেষ বাঁশিতে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মেসির বার্সেলোনা।

এই জয়ে রিয়াল মাদ্রিদকে নিচে নামিয়ে পয়েন্ট তালিকায় দুইয়ে উঠল বার্সেলোনা। সমান ২১ ম্যাচে দুই দলের পয়েন্ট ৪৩ হলেও বার্সা এগিয়ে গোল ব্যবধানে। দুই ম্যাচ কম খেলে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর ২২ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে সাতে রিয়াল বেটিস।

 


বিষয়: মেসি


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top