সিডনী শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১


গোল মিস করা ম্যাচে, মেসির জোড়া গোলে বার্সা জয়


প্রকাশিত:
২১ এপ্রিল ২০২১ ২০:৪২

আপডেট:
৪ মে ২০২৪ ১১:০৭

 

প্রভাত ফেরী: সেভিয়ার লা কার্তুসা স্টেডিয়ামে গতকাল (১৭ এপ্রিল) শনিবার দিবাগত রাতে ফাইনালে বিলবাওকে ৪-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। স্পেনের দ্বিতীয় সেরা এই প্রতিযোগিতায় এই নিয়ে রেকর্ড ৩১টি শিরোপা জিতল কাতালান ক্লাবটি।

ম্যাচের শুরু থেকে একের পর এক গোল মিস করে যাচ্ছিল বার্সেলোনা। তবে বিরতির পর বার্সেলোনাকে আর ঠেকাতে পারেনি অ্যাথলেটিকো বিলবাও। ১২ মিনিটের মধ্যেই চার গোল পেয়ে যায় বার্সা।

জোড়া করেন লিওনেল মেসি। সঙ্গে জালের দেখা পান আন্তোইন গ্রিজম্যান ও ফ্রেংকি ডি ইয়ং। গোল উৎসবের ম্যাচে অ্যাথলেটিকো বিলবাওকে হারিয়ে কোপা দেল রের চ্যাম্পিয়ন হলো রোনাল্ড কোম্যানের দল।

এছাড়া দীর্ঘদিন পর শিরোপার দেখা পেল স্পেনের অন্যতম ক্লাবটি। গত মৌসুমের ব্যর্থতার পর এই মৌসুমেও এরই মধ্যে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়েছে বার্সা। লা লিগায় গত সপ্তাহে রিয়ালের কাছে হেরে ওই শিরোপা জেতাও কঠিন হয়ে গেছে। সে দিক দিয়ে কোপা দেলরের শিরোপায় কিছুটা হলেও স্বস্তি ফিরিয়েছে বার্সা শিবিরে।

এদিন ম্যাচের শুরুতে বেশ কয়েকবার সুযোগ মিস করে বার্সেলোনা। বেশিরভাগ সময় বল দখলে রেখেও প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে পারছিল না দলটি। অবশেষে বিরতির পর গোল পেয়ে যায় কাতালান ক্লাবকটি।

ম্যাচের ৬০তম মিনিটে প্রথম গোল পায় বার্সেলোনা। ডান দিক থেকে ডি ইয়ংয়ের দারুণ ক্রসে ছয় গজ দূর থেকে ঠিকানা খুঁজে নেন ফরাসি তারকা গ্রিজম্যান।

দুই মিনিট বাদে ব্যবধান দ্বিগুণ করেন ডি ইয়ং। পরের দুই গোল করেন মেসি। ৬৮তম মিনিটে মাঝমাঠ থেকে ছুটে গিয়ে ডি-বক্সে ঢুকে ডিফেন্ডারকে কাটিয়ে কোনাকুনি শটে স্কোর লাইন ৩-০ করেন আর্জেন্টাইন তারকা। এর চার মিনিট বাদে প্রতিপক্ষের ডি-বক্সে জর্দি আলবার পাস পেয়ে আলতো ছোঁয়ায় ঠিকানা খুঁজে নেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার। সঙ্গে সঙ্গে শিরোপা জয়ের উৎসবে ভাসে সবাই।এনটিভি

 


বিষয়: বার্সা


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top