সিডনী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


আইপিএল হয়ে গেল বন্ধ : শিবব্রত গুহ


প্রকাশিত:
১০ মে ২০২১ ২৩:৫৫

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ১৮:৫৮

 

সারা পৃথিবী জুড়ে অনেকগুলো টি-টোয়েন্টি ক্রিকেট লিগ আছে। তার মধ্যে, বিগ ব্যাশ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ প্রভৃতি উল্লেখযোগ্য। তবে, জনপ্রিয়তায় সবার থেকে এগিয়ে আছে কিন্তু, ভারতের আইপিএল।
আইপিএলের পুরো নাম হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। কি অসাধারণ এই লিগ!  তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এর প্রচারো হয় বিশ্বজুড়ে। সারা পৃথিবীর সব বিশ্বখ্যাত ক্রিকেট খেলোয়াড়েরা এতে অংশগ্রহণ করে থাকেন। এর প্রতিদ্বন্দ্বিতা হয় একদম হাড্ডাহাড্ডি।  আইপিএলের প্রত্যেকটি দলই বেশ ভালোই শক্তিশালী।
এবারের আইপিএলের আসর বসেছিল ভারতে। খেলা কিন্তু বেশ জমে উঠেছিল। কিন্তু,  বাদ সাধলো
এক ভাইরাস। তার নাম আমাদের সবার জানা, করোনা ভাইরাস। ভারতে করোনার দ্বিতীয় ঢেউ ক্রমশ
মারাত্মক আকার ধারণ করছে। এবারের স্ট্রেইন অনেক অনেক বেশি শক্তিশালী গতবারের চাইতে।
যা প্রচন্ড চিন্তায় ফেলেছে আপামর ভারতবাসীকে।
প্রতিদিন, ভারতে তিন লাখের চেয়ে বেশি মানুষ,  আক্রান্ত হয়ে পড়ছেন, এই মারণ ভাইরাসে। এবার, দেশে,
এই ভাইরাসে মৃত্যুহারো অনেক অনেক বেশি। চারিদিকে এক ভয়াবহ অবস্থা। হাসপাতালে তিলধারনের জায়গা নেই, বেড নেই, ভ্যাক্সিন নেই, নেই অক্সিজেন, শুধু নেই আর নেই। প্রায় প্রতিদিনই, অক্সিজেনের অভাবে দেশের কোথাও না কোথাও কেউ না কেউ মারা যাচ্ছেন। এ দুঃসহ পরিস্থিতির কথা কেউ কি কখনো ভাবতে পেরেছে?
এমতাবস্থায়, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড, এক ভালো সিদ্ধান্ত নিয়েছেন। যার জন্য তাদের সাধুবাদ জানাই। অবশেষে, স্থগিত করে দেওয়া হল, আইপিএল। অনেক অনেক চেষ্টা করেও,  দেশের মাটিতে নিরাপদে, কিছুতেই শেষ করা গেল না, এবারের, ১৪ তম আইপিএল।
তবে, এ সিদ্ধান্ত,  ভারতের আপামর ক্রিকেট প্রেমীদের দুঃখিত করলেও, এছাড়া, আর কোন পথ খোলা ছিল না। আমি ব্যক্তিগত ভাবে মনে করি, এই সিদ্ধান্ত আরও আগে নিলে ভালো হত। তাহলে, কিছু ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ার হাত থেকে বেঁচে যেতেন। সবার আগে মানুষের জীবনের নিরাপত্তা,  তারপরে, তো ক্রিকেট, তাই না!
বিসিসিআই, জানিয়েছে,  আপাতত স্থগিত রাখা হচ্ছে আইপিএল।  আবার কবে, এই আইপিএল শুরু হবে?  তা এখনো পর্যন্ত জানা যায়নি। আইপিএলে অংশগ্রহণকারী, একের পর এক ক্রিকেটাররা,  করোনা ভাইরাসে
আক্রান্ত হওয়ার জন্য, বিসিসিআই, এই সিদ্ধান্ত নিতে বাধ্য হল। এছাড়া,  আর কিছু করার নেই তাদের।



বিসিসিআইয়ের ভাইস - প্রেসিডেন্ট, রাজীব শুক্লা বলেছেন, "ভয়াবহ করোনা পরিস্থিতিতে, ক্রিকেটারদের,  সুরক্ষার কথা ভেবেই, এই সিদ্ধান্ত। বিসিসিআই, কখনোই ক্রিকেটারদের সুরক্ষার সাথে আপস করতে রাজি নয়। সবার স্বাস্থ্য, সুরক্ষা, মঙ্গলের জন্যই, আইপিএল স্থগিত করা হয়েছে। তা না হলে, বিরাট বিপদ অপেক্ষা করে ছিল সবার জন্য।"
তবে, বিসিসিআই, ধন্যবাদ জানিয়েছে,  স্বাস্থ্য কর্মী, ক্রিকেটার, রাজ্য সংস্থা, ফ্র‍্যাঞ্চাইজি দল, স্পনসর ও পার্টনারদের। বিসিসিআই, চেষ্টা করেছিল, প্রচুর উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে, আইপিএল এবার দেশের মাটিতে সুসম্পন্ন করার। সবকিছু ঠিকঠাক চললেও, করোনা ভাইরাস দিল সব মাটি করে। তবে, আইপিএল বন্ধ করে বেশ সাহসী সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
যাতে, সবাই যেন, এই চরম দুঃসময়ে, নিজের পরিবারের কাছে ফিরে যেতে পারে। এতে, ক্রিকেটারদের ওপরে মানসিক চাপ অনেক কমে যাবে। এমনিতেই, আইপিএল চলাকালীন,  একাধিক ভারতীয় ও বিদেশী ক্রিকেটাররা, আইপিএল খেলতে চাইছিলেন না। কোলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালস দলের, বেশ কিছু ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়ে পড়েন।
ইতিমধ্যে বাংলা ক্রিকেটার ঋদ্ধিমান সাহা ও অমিত মিশ্র এই মারণ ভাইরাসের শিকার হন। পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করতে শুরু করে। যা নিয়ে মারাত্মক চিন্তায় পড়ে যায় বিসিসিআই। শেষমেশ, আইপিএল হয়ে গেল বন্ধ,  তার পেছনে কারণ একটাই, তা হল, করোনা, করোনা, অবশ্যই করোনা ভাইরাস।

শিবব্রত গুহ
কোলকাতা, পশ্চিম বঙ্গ, ভারত

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top