সিডনী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


এক ম্যাচ হতে রেখে শেষ ষোলোতে ইতালি


প্রকাশিত:
১৭ জুন ২০২১ ২০:৩২

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ২১:৩১

 

প্রভাত ফেরী: বুধবার (১৬ জুন) ইউরোতে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন ম্যানুয়েল লোকাতেল্লি। তারই জোড়া গোলে সুইজারল্যান্ড হারলো ৩-০ গোলে।

সুইজারল্যান্ডকে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই শেষ ষোলোর ছাড়পত্র পেয়ে গেল ইতালি। টানা দুই জয়ে প্রথম দল হিসেবে ইউরো ফুটবলের নক আউট পর্বের টিকেট পেলো ইতালি। এ গ্রুপে টানা দুই জয়ে ইতালির পয়েন্ট ৬।

ইউরোতে টানা দ্বিতীয়, সব মিলিয়ে টানা দশ ম্যাচে জয় পেল ইতালি। ১০ ম্যাচে প্রতিপক্ষের জাল কাঁপিয়েছে তারা ৩১বার। মজার বিষয় এই দশ ম্যাচে একটি গোলও হজম করেনি ইতালি। তাই বলা যায়, চলমান ইউরোতে তারা খুবই ভয়ংকর।

সুইজারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও ৪-৩-৩ ছকে দল সাজিয়েছিলেন ইতালি কোচ রবের্তো মানচিনি। সামনে রেখেছিলেন দোমেনিকো বেরার্দি, চিরো ইমমোবিলে ও লোরেনজ়ো ইনসিনিয়েকে।

ইতালির আক্রমণাত্মক ফুটবলকে আটকাতে সুইজারল্যান্ড কোচ ভ্লাদিমির পেতকোভিচ আস্থা রেখেছিলেন ৩-৪-১-২ ছকে। উদ্দেশ্য পরিষ্কার, মাঝমাঠের দখল যেন কোনও অবস্থাতেই নিতে না পারেন ইতালির ফুটবলারেরা।

২৬ মিনিটে ইতালিকে ১-০ এগিয়ে দেন লোকাতেল্লি। দ্বিতীয়ার্ধেও এক ছবি। খেলা শুরু হওয়ার সাত মিনিটের মধ্যে এগিয়ে যায় ইতালি। নেপথ্যে সেই লোকাতেল্লি। পেনাল্টি বক্সের বাইরে থেকে নেওয়া বাঁ-পায়ের শটে বল জালে জড়িয়ে দেন তিনি। ৮৯ মিনিটে পেনাল্টি বক্সের বাইরে থেকে নেওয়া দুরন্ত শটে ৩-০ করেন ইমমোবিলে।

তুরস্ককের হারিয়ে ইউরোর যাত্রা শুরু করেছিলো ইতালি।

এ গ্রুপের শেষ ম্যাচে আগামী রোববার ইতালির মুখোমুখি হবে ওয়েলস। একই দিনে সুইজারল্যান্ডের বিপক্ষে লড়বে তুরস্ক।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top