সিডনী বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০


এক নজরে দেখুন কলম্বিয়ার বিপক্ষে মেসি কেমন খেলেছেন?


প্রকাশিত:
৫ জুলাই ২০২১ ২১:০০

আপডেট:
২৮ মার্চ ২০২৪ ২০:২৩

 

প্রভাত ফেরী: পাঁচ ম্যাচে ৪ জয়ের সঙ্গে ড্র হয়েছে ১টি ম্যাচ। এই পাঁচ ম্যাচে মোট ১০ গোল করেছে আলবিসেলেস্তেরা, বিপরীতে হজম করেছে ২টি। চলতি কোপা আমেরিকায় নিজ দল আর্জেন্টিনাকে নিয়ে রীতিমতো উড়ছেন অধিনায়ক লিওনেল মেসি। আসরে এখনও পর্যন্ত কোনো ম্যাচ হারেনি আর্জেন্টিনা।

গ্রুপ পর্ব ও কোয়ার্টার ফাইনালের বাধা পেরিয়ে এখন সেমিফাইনালের অপেক্ষায় মেসির আর্জেন্টিনা। বুধবার বাংলাদেশ সময় সকাল ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ সময় সকাল ৭টায় মাঠে নামবে আর্জেন্টিনা। তাদের প্রতিপক্ষ উরুগুয়েকে বিদায় করে সেমিতে পৌঁছানো কলম্বিয়া।

আর্জেন্টিনার করা ১০ গোলের মধ্যে ৮টিতেই সরাসরি সম্পৃক্ত ছিলেন মেসি। নিজে করেছেন ৪ গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৪টি। পুরো কোপা আমেরিকায় ফ্রি-কিক থেকে গোল করতে পারেনি কেউ। মেসি একাই করেছেন ২টি। এমন খেলার সুবাদে পাঁচ ম্যাচের মধ্যে ৪টিতেই ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন তিনি।

দলীয় পারফরম্যান্সে চলতি কোপা কিংবা সার্বিক পরিসংখ্যানে কলম্বিয়ার চেয়ে বেশ এগিয়েই রয়েছে আর্জেন্টিনা। দুই দল এখনও পর্যন্ত খেলেছে মোট ৪০টি ম্যাচ। যেখানে আর্জেন্টিনার জয় ২৩টিতে আর ড্র হয়েছে ৮ ম্যাচ। বাকি ৯ ম্যাচে জিতেছে কলম্বিয়া। তবে শেষ দুই ম্যাচে কলম্বিয়াকে হারাতে পারেনি আর্জেন্টিনা।

এ তো গেল দলগত পরিসংখ্যান। সেমির প্রতিপক্ষ কলম্বিয়ার বিপক্ষে দলের প্রাণভোমরা লিওনেল মেসির পারফরম্যান্স কেমন? আন্তর্জাতিক ফুটবলে করা ৭৬ গোলের মধ্যে কলম্বিয়ার বিপক্ষে কয়বার জালের দেখা পেয়েছেন মেসি? এছাড়া মেসিকে নিয়ে কলম্বিয়ার বিপক্ষে কেমন করে আর্জেন্টিনা?

মেসির অভিষেকের পর থেকে এখনও পর্যন্ত ১২টি ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। এর মধ্যে দুইটিতে ছিলেন না মেসি। অর্থাৎ কলম্বিয়ার বিপক্ষে এখনও পর্যন্ত ১০টি ম্যাচ খেলেছেন মেসি। যেখানে আর্জেন্টিনা জিতেছে ৫টিতে, ড্র হয়েছে ৩টি আর হারতে হয়েছে বাকি দুই ম্যাচ।

কলম্বিয়ার বিপক্ষে মেসির করা তিনটি গোল তিন বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে। প্রথমটি ২০১০ সালের বিশ্বকাপ বাছাইয়ে। ২০০৭ সালের নভেম্বরে হওয়া সেই ম্যাচে মেসির গোলের পরেও ১-২ ব্যবধানে হেরেছিল আর্জেন্টিনা। কলম্বিয়ার বিপক্ষে মেসির প্রথম পরাজয় এটিই।

পরে ২০১৪ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেও মেসির গোল করেও জেতাতে পারেননি দলকে। ২০১১ সালের ১৫ নভেম্বরে সেই ম্যাচটি হয় ১-১ গোলে ড্র। আর সবশেষ কলম্বিয়ার জালে মেসি গোল করেছেন ২০১৮ সালের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে। ২০১৬ সালে হওয়া সেই ম্যাচে ৩-০ ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা।

২০১৬ সালের বিশ্বকাপ বাছাইয়ে হওয়া সেই ম্যাচের পর কলম্বিয়ার বিপক্ষে আরও দুই ম্যাচ খেলেছেন মেসি। কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার খেলা শেষ দুই ম্যাচ এ দুইটিই। প্রথমটি ২০১৯ সালের কোপা আমেরিকায়। সেই আসরে নিজেদের প্রথম ম্যাচেই কলম্বিয়ার কাছে ০-২ গোলে হেরে যায় মেসির আর্জেন্টিনা।

আর সবশেষ চলতি কোপা আমেরিকা শুরুর আগে ২০২২ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হয় আর্জেন্টিনা। সেদিন মেসি থাকার পরেও ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনাকে। সেদিন মাত্র ৮ মিনিটের মধ্যে দুই গোল করেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি তারা।

এখন দেখার বিষয়, আগামী বুধবার মহাগুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে কেমন করেন মেসি? কেননা এ জাদুকরের জ্বলে ওঠার ওপরেই যে অনেকাংশে নির্ভর করে আর্জেন্টিনার ফলাফল।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top