সিডনী শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১


অলিম্পিকে ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনার প্রতিশোধ


প্রকাশিত:
৭ আগস্ট ২০২১ ২১:১৬

আপডেট:
৪ মে ২০২৪ ০৮:৪৬

 

প্রভাত ফেরী: স্বর্ণ জেতার সম্ভাবনা আগেই শেষ হয়ে গিয়েছিল দুই দলের। সেমিফাইনালে রাশিয়ার কাছে হেরেছিল ব্রাজিল আর ফ্রান্সের কাছে হেরে যায় আর্জেন্টিনা। তবে সেমিফাইনালে দুই দলের পরাজয় আবার সমর্থকদের জন্য এনে দিয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই দেখার সুযোগ।

টোকিও অলিম্পিকের ভলিবলে তৃতীয় স্থান তথা ব্রোঞ্জ মেডেলের লড়াইয়ে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ব্রাজিল। পাঁচ সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ব্রাজিলকে ৩-২ সেটে হারিয়ে ব্রোঞ্জ জিতে নিয়েছে আর্জেন্টিনা দল।

আরিয়াক এরেনায় বাংলাদেশ সময় সকাল ১০.৩০ মিনিটে শুরু হওয়া ম্যাচটিতে প্রথম সেট জিতেছিল আর্জেন্টিনা। পাক্কা ৩০ মিনিট ধরে চলা সেটে আর্জেন্টিনা জেতে ২৫-২৩ পয়েন্টের ব্যবধানে।

তবে দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ায় ব্রাজিল। ২৫-২০ পয়েন্টে সেটটি জিততে তারা সময় নেয় ২৬ মিনিট। প্রথম দুই সেটে ১-১ হওয়ার পর তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয় তৃতীয় সেটে।

যেখানে কখনও এগিয়ে যায় আর্জেন্টিনা, আবার কখনও ঘুরে দাঁড়ায় ব্রাজিল। শেষপর্যন্ত ৩১ মিনিটব্যাপী লড়াইটি ২৫-২০ পয়েন্টে জিতে নেয় ব্রাজিলিয়ানরা।

পরপর দুই সেট হেরে পিছিয়ে পড়লেও চতুর্থ সেটে অসাধারণ পারফরম্যান্স উপহার দেয় আর্জেন্টিনা। এবার তারা ব্রাজিলকে হারায় ২৫-১৭ পয়েন্টের ব্যবধানে। এই সেটের ব্যাপ্তি ছিল ২৯ মিনিট।

চার সেটে দুই দলই দুইটি করে জেতায় ম্যাচ গড়ায় ফল নির্ধারণী পঞ্চম সেটে। সেখানেও ছিল জমজমাট লড়াই। তবে শেষপর্যন্ত ১৫-১৩ ব্যবধানে জিতে ম্যাচটি নিজেদের করে নেয় আর্জেন্টিনা।

যার সুবাদে অলিম্পিক ভলিবলে দীর্ঘ ৩৩ বছর পর পদকের দেখা পেল তারা। এর আগে ১৯৮৮ সালের সিউল অলিম্পিকেও ভলিবল থেকে ব্রোঞ্জ জিতেছিল আর্জেন্টিনা। এবার টোকিওতে চির প্রতিদ্বন্দ্বীদের হারিয়েও পেল ব্রোঞ্জ মেডেল।

এর আগে প্রিলিমিনারি রাউন্ডেও ব্রাজিলের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। সেদিন হাড্ডাহাড্ডি লড়াইয়ে আর্জেন্টিনাকে ৩-২ সেট পয়েন্টে হারায় ২০১৬ সালের রিও অলিম্পিকে ভলিবলে স্বর্ণজয়ী দল ব্রাজিল।

অথচ শুরুটা দুর্দান্ত করেছিল আর্জেন্টিনা। প্রথম সেট ১৯-২৫ ও দ্বিতীয় সেট ২১-২৫ ব্যবধানে জিতে ২-০তে এগিয়ে গিয়েছিল তারা।

কিন্তু এরপরই ঘুরে দাঁড়ায় ব্রাজিল। তৃতীয় ও চতুর্থ সেট জিতে নেয় ২৫-১৬ ও ২৫-২১ ব্যবধানে। পরে ম্যাচ নির্ধারণী পঞ্চম সেট ১৪-১৪ ব্যবধানে সমতা চলে আসে। শেষ পর্যন্ত ১৬-১৪ ব্যবধানে জিতে আর্জেন্টিনাকে হতাশা উপহার দেয় ব্রাজিল।

উল্লেখ্য, টোকিও অলিম্পিকের ভলিবলে স্বর্ণপদকের লড়াই আজ সন্ধ্যা ৬.১৫ মিনিটে। যেখানে লড়বে ব্রাজিল-আর্জেন্টিনাকে হারানো দুই দল রাশিয়া ও ফ্রান্স।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top