সিডনী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


ইতিহাসে একটি ক্লাবকে মেসির মতো কেউ এতটা দেয়নি: লিনেকার


প্রকাশিত:
৯ আগস্ট ২০২১ ২১:১১

আপডেট:
২ মে ২০২৪ ২১:৫৪

 

প্রভাত ফেরী: বার্সেলোনা ও লিওনেল মেসি নাম দুটি ছিল মিলেমিশে একাকার। দীর্ঘ ২১ বছর একটি ক্লাবে। অবশেষে বিচ্ছেদ। কেউ কাউকে ছাড়তে চায়নি, কিছু নিয়মের ফাঁদে পড়ে ভেঙ্গে গেলো মেসি আর বার্সার মহামিলনের সম্পর্ক।

যে বার্সাভক্তের বয়স এখন ২১ বছর সেও ফুটবল বোঝার বয়স থেকে দেখে আসছেন ক্লাবের প্রতি কতটা নাড়ির টান মেসির। কাতালোনিয়ান ক্লাবটিকে মেসি কী দিয়েছেন সেটা ফুটবল বিশ্বের সবার মুখস্ত। ক্লাবটির সাবেক ফরোয়ার্ড ইংল্যান্ডের গ্যারি লিনেকারের দৃষ্টিতে এর আগে কোন ফুটবলরা একটি ক্লাবকে এতকিছু দেয়নি।

রোববার বিকেলে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বার্সেলোনাকে বিদায় জানানোর মুহূর্তগুলো দেখেছেন লিনেকার। বার্সার জার্সিতে ৪২টি গোল করা এই স্ট্রাইকার মেসির সংবাদ সম্মেলনের পরই টুইট করেছেন। যেখানে মেসির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, বার্সেলোনার প্রতি মেসির অবদানের কথা উল্লেখ করেছেন।

গ্যারি লিনেকার টুইটে লিখেছেন, ‘খুব আবেগপ্রবণ লিওনেল মেসিকে বার্সেলোনাকে বিদায় জানাতে দেখে খারাপ লাগছিল। খেলাধুলার ইতিহাসে কোন খেলোয়াড় এত আনন্দ, এত অবিস্মরণীয় মুহূর্ত, একটি ক্লাবকে এত সাফল্য দেয়নি।’

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top