মেসিকে পেয়ে আনুষ্ঠানিক বিবৃতিতে দিল পিএসজি  


প্রকাশিত:
১১ আগস্ট ২০২১ ২১:১২

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১২:১৫

 

প্রভাত ফেরী: মঙ্গলবার স্থানীয় সময় রাত ১০টার পরে (বাংলাদেশ সময় রাত ২টা) আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে মেসিকে দলে ভেড়ানোর কথা জানিয়েছে পিএসজি। চুক্তি সাক্ষরের সময় দলের চেয়ারম্যান নাসের আল খেলাইফির সঙ্গে ফ্রেমবন্দী হয়েছেন মেসি। এরফলে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি।

আপাতত দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে মেসি ও পিএসজি। অর্থাৎ ২০২৩ সালের জুন পর্যন্ত পিএসজিতেই থাকছেন মেসি। তবে দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

ফ্রি এজেন্ট হিসেবে যোগ দেয়ায় মেসির বর্তমান চুক্তিতে ট্রান্সফার ফি'র কোনো বালাই ছিল না। পাশাপাশি তার বেতন-বোনাস সম্পর্কেও পিএসজির বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।

তবে সংবাদমাধ্যমের খবর, প্রতি মৌসুমে কর বাদে তার বেতন হবে ২৫ মিলিয়ন ইউরো। অন্যান্য বোনাস মিলিয়ে সংখ্যাটা হবে প্রায় ৩৫ মিলিয়ন ইউরো। অর্থাৎ বার্সেলোনায় থাকতে যেমন আয় করতেন মেসি, তেমনই থাকছে তার আয়।

আজ (বুধবার) বাংলাদেশ সময় বিকেল ৩টায় ক্লাবের মিলনায়তনে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে পিএসজি। সেখানেই বার্সেলোনা থেকে আসা লিওনেল মেসিকে আনুষ্ঠানিকভাবে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেবে ক্লাবটি।

উল্লেখ্য, প্যারিসের স্থানীয় সময় বিকেলে স্বপরিবারে ল্য বরজে বিমানবন্দরে পৌঁছান মেসি। এরপর পিএসজির মেডিকেল সেন্টার হয় তার শারীরিক পরীক্ষা। যেখান থেকে সবুজ সংকেত পাওয়ার সবশেষে চুক্তিতে স্বাক্ষর করেন আর্জেন্টাইন সুপারস্টার।

 


বিষয়: মেসি


আপনার মূল্যবান মতামত দিন:


Top