সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


পাকিস্তান সফর স্থগিত করে দেশে ফিরে যাচ্ছে নিউজিল্যান্ড


প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২১ ২২:৪৩

আপডেট:
১৮ সেপ্টেম্বর ২০২১ ০৩:৪৩

নিরাপত্তাজনিত কারণে নিউজিল্যান্ড দলের পাকিস্তান সফর স্থগিত করা হয়েছে। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে শুরুর প্রাক্বালে এই ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ে দুই দলের ক্রিকেটাররা মাঠে এসে না পৌঁছালে ম্যাচ নিয়ে অনিশ্চয়তা জাগে। টসের সময় পেরিয়ে ম্যাচ শুরুর সময় গড়ালেও দুই দলের ক্রিকেটারদের মাঠে দেখা যায়নি। খবর বিডিক্রিকটাইম’র।

এই ম্যাচ দিয়ে পাকিস্তানের ক্রিকেটে দর্শক ফেরার কথা থাকলেও মাঠে কোনো দর্শককে প্রবেশ করতে দেওয়া হয়নি। সব মিলিয়ে তৈরি হয় জল্পনা-কল্পনা, ম্যাচ ঘিরে তৈরি হয় অনিশ্চয়তা। এরপর ম্যাচ তো বটেই, কিউইদের গোটা সফর বাতিলের সিদ্ধান্ত আসে।

নিউজিল্যান্ডের ক্রিকেটাররা অতি দ্রুত পাকিস্তান ত্যাগ করে দেশে ফিরে যাবেন। এনজেডসির প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট জানিয়েছেন, সরকার ও নিরাপত্তা পর্যবেক্ষকদের কাছ থেকে তারা যে বার্তা পেয়েছেন তার পর পাকিস্তান সিরিজে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, “জানি এটা পিসিবির জন্য একটা বড় ধাক্কা হতে যাচ্ছে, যারা দারুণভাবে সবকিছু আয়োজন করেছিল। কিন্তু খেলোয়াড়দের নিরাপত্তা অনেক গুরুত্বপূর্ণ বিষয় এবং এই সিদ্ধান্তই একমাত্র পথ।”

পাকিস্তানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জাগলেও ভালো আছেন সফরকারী ক্রিকেটাররা। নিউজিল্যান্ডের ক্রিকেটারদের সংগঠনের প্রধান নির্বাহী হিথ মিলস বলেন, “খেলোয়াড়রা ভালো আছে। তারা নিরাপদে আছে।”



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top