সিডনী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


আনুষ্ঠানিকতার প্রথম ম্যাচ খেলবে আজ বাংলাদেশ


প্রকাশিত:
২ নভেম্বর ২০২১ ২২:০৯

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ০৫:৫৮

 

প্রভাত ফেরী: সেমিফাইনাল স্বপ্ন শেষ। বাস্তববাদীরা ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পরই চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায় দেখে ফেলেছে। সেই হিসাবে, বাংলাদেশের শেষ দুটি ম্যাচ এখন আনুষ্ঠানিকতা সারা মাত্র। আর সেই আনুষ্ঠানিকতার প্রথম ম্যাচ খেলতে আজ মাঠে নামবে বাংলাদেশ। যে দলটির বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে কখনও জেতেনি বাংলাদেশ। বিকাল ৪টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা।

সুপার টুয়েলভে এই ম্যাচটি মাঠে গড়ানোর আগে চলুন দল দুটির মধ্যে জয়-পরাজয়ের হিসাবসহ আরও কিছু পরিসংখ্যান একনজরে দেখে নেয়া যাক:

মোট ম্যাচ ০
বাংলাদেশের জয় ০
দক্ষিণ আফ্রিকার জয় ৬
ফলহীন ০

সর্বোচ্চ দলীয় সংগ্রহ
বাংলাদেশ: ১৭৫/৯, ব্লোয়েমফন্টেইন ২০১৭
দক্ষিণ আফ্রিকা: ২২৪/৪, পচেফস্ট্রুম ২০১৭

সর্বনিম্ন দলীয় সংগ্রহ
বাংলাদেশ: ৯৬, মিরপুর ২০১৫
দক্ষিণ আফ্রিকা: ১৪৮/৮, মিরপুর ২০১৫

সর্বোচ্চ ব্যক্তিগত রান
বাংলাদেশ: ১৩৫, সৌম্য সরকার
দক্ষিণ আফ্রিকা: ১৬১, এবি ডি ভিলিয়ার্স

ব্যক্তিগত সেরা ইনিংস
বাংলাদেশ: ৪৭, সৌম্য সরকার
দক্ষিণ আফ্রিকা: ১০১*, ডেভিড মিলার

সর্বোচ্চ উইকেট
বাংলাদেশ: ৭, সাকিব আল হাসান
দক্ষিণ আফ্রিকা: ৭, অ্যারন ফাঙ্গিসো

সেরা বোলিং ফিগার
বাংলাদেশ: ৪/১৬, আব্দুর রাজ্জাক
দক্ষিণ আফ্রিকা: ৩/১৬, এডি লেই

 


বিষয়: টি২০ ২০২১


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top