সিডনী শনিবার, ৪ঠা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


বার্সায় জাভির নতুনভাবে শুরু


প্রকাশিত:
২০ নভেম্বর ২০২১ ২৩:৩০

আপডেট:
৪ মে ২০২৪ ০৩:২০

 

প্রভাত ফেরী: দেপোর্তিভো লা করুনার বিপক্ষে সেই বিদায়ি ম্যাচের ২৩৭৩ দিন পর আজ আবারও জাভি হার্নান্দেজের জন্য দর্শকের ঢল নামবে ন্যুক্যাম্পে। এবার নতুন ভূমিকায় ঘরের ছেলেকে স্বাগত জানাতে। ন্যুক্যাম্পে আজ পড়শি এস্পানলের বিপক্ষে লা লিগার ডার্বি ম্যাচ দিয়ে বার্সেলোনার কোচ হিসাবে অভিষেক হতে যাচ্ছে দলটির সাবেক অধিনায়ক ও কিংবদন্তি মিডফিল্ডার জাভির।

খেলোয়াড় জাভির বার্সেলোনা অধ্যায় শেষ হয়েছিল ২০১৫ সালের ২৩ মে। সেদিন কানায় কানায় ভরে গিয়েছিল ন্যুক্যাম্প। ক্লাব কিংবদন্তিকে বিদায় জানাতে মাঠে এসেছিলেন প্রায় ৯৪ হাজার সমর্থক।

রোনাল্ড কোমানকে বরখাস্ত করে দুই সপ্তাহ আগেই দলের নতুন কোচ হিসাবে জাভিকে নিয়োগ দিয়েছে বার্সেলোনা। কিন্তু আন্তর্জাতিক বিরতির কারণে এখনও ডাগআউটে দাঁড়ানো হয়নি তার। এই সময়টা জাভি ব্যয় করেছেন ডুবতে বসা বার্সাকে কক্ষপথে ফেরানোর কর্মপন্থা ঠিক করতে। ১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে বার্সার অবস্থান এখন লিগ টেবিলের নয়ে। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে এরইমধ্যে ১০ পয়েন্টে পিছিয়ে পড়েছে তারা।

এখান থেকে দলকে শিরোপা রেসে ফেরাতে খেলোয়াড়ি জীবনের মতোই জাদুকরী কিছু করে দেখাতে হবে কোচ জাভিকে। দল ঢেলে সাজানোর আর্থিক সঙ্গতি না থাকায় মেসি-উত্তর যুগে একাডেমি থেকে উঠে আসা ফাতির মতো তরুণরাই ভরসা বার্সার। পাশাপাশি নড়বড়ে রক্ষণ মেরামতে বন্ধু দানি আলভেসকে ন্যুক্যাম্পে ফিরিয়ে এনেছেন জাভি। তার অধীনে খেলতেই নামমাত্র বেতনে ৩৮ বছর বয়সে বার্সায় ফিরেছেন ব্রাজিলীয় ডিফেন্ডার। এখন দেখার বিষয়, জাভি-আলভেস জুটি বার্সার সুদিন ফেরাতে পারে কিনা।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top