সিডনী শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১


২০ বছর পর চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে বার্সার বিদায়


প্রকাশিত:
৯ ডিসেম্বর ২০২১ ২২:৩৩

আপডেট:
৪ মে ২০২৪ ০৯:৫৫

 

 

প্রভাত ফেরী: বায়ার্ন মিউনিখের কাছে ৩-০ গোলে হেরে ২০ বছর পর চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নিলো বার্সেলোনা। ঘরের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে ম্যাচের ৩৪ মিনিটের মাথায় গোল করেন থমাস মুলার। লেভান্ডোভস্কির ক্রসে হেড করেন জার্মান ফরোয়ার্ড। বার্সার উরুগুইয়ান ডিফেন্ডার পা দিয়ে বল ফিরিয়ে দিলেও গোল লাইন টেকনোলজিতে এগিয়ে যায় বুন্দেজ লিগার ক্লাবটি।

৯ মিনিটের ব্যবধানে দ্বিতীয় গোলটি তুলেন লেরয় সানে। মাঝমাঠ ঠেকে দুর্দান্ত শটে সফরকারীদের জালে বল জড়ান ২৫ বছর বয়সী এই উইঙ্গার।

৬২তম মিনিটে আলপোহোনসো ডাভিয়েসের বাড়ানো বলে বাবারিয়ানদের পক্ষে তৃতীয় গোলটি করেন জার্মান মিডফিল্ডার জামাল মুসিয়ালা।

৬ ম্যাচের ৬টিই জিতে পূর্ণ ১৮ পয়েন্ট সংগ্রহ করে ‘ই’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন। আর ৮ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ রানার্স-আপ হয়েছে বেনফিকা। ৭ পয়েন্ট সংগ্রহ করে বিদায় নিয়েছে বার্সেলোনা। তাও ২০ বছর পর। সবশেষ ২০০০-২০০১ মৌসুমে তারা শেষ ষোলোতে উঠতে ব্যর্থ হয়েছিল। এরপর টানা ২০ বছর তারা প্রত্যেক মৌসুমেই গ্রুপপর্বের বাঁধা পেরিয়েছিল। এবার আর হলো না তাদের।

 

 


বিষয়: বার্সা


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top