স্টেজে হঠাৎ অজ্ঞান সঞ্চালক! আইপিএল নিলাম বন্ধ
প্রকাশিত:
১৩ ফেব্রুয়ারি ২০২২ ০২:০৪
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১১:৩৮

প্রভাত ফেরী: ভারতের বেঙ্গালুরুর হোটেল আইটিসি গার্ডেনিয়ায় চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের মেগা অকশন। বেলা সাড়ে ১২টায় শুরু হওয়ার পর ব্রিজেশ প্যাটেলে সৌজন্যে চলে উদ্বোধনী ভাষণ ।
এরপর নিলামের সঞ্চালনায় আসেন হিউ এডমিডস।
মার্কি ১০ তারকার পর দ্বিতীয় রাউন্ডের নিলাম চলছিল। লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে নিয়ে লড়ছিল পাঞ্জাব কিংস আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এর মধ্যেই অপ্রত্যাশিত এক ঘটনা ঘটল।
সঞ্চালক হিউ এডমিডস আচমকাই পড়ে গেলেন স্টেজে। অজ্ঞান হয়ে গেলেন তিনি। বেলা পৌনে ৩টার দিকে ঘটে এই অপ্রত্যাশিত ঘটনা।
ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। এ ঘটনায় থমকে রয়েছে নিলাম। আপাতত সব সব কার্যক্রম বন্ধ।
নিলামে উপস্থিত রয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী এবং সচিব জয়।
বিষয়: আইপিএল
আপনার মূল্যবান মতামত দিন: