সিডনী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


ম্যানচেস্টার ডার্বিতে শেষ হাসি সিটির


প্রকাশিত:
৪ মার্চ ২০২৪ ১৫:৩৪

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ২২:৩৬

 

রাশফোর্ডের গোলে প্রথমার্ধ শেষে ডার্বি জয়ের স্বপ্ন বুনছিল ম্যানচেস্টার ইউনাইটেড। রেকর্ডও কথা বলছিল তাদের পক্ষেই। ২০১৪ সালের পরে প্রিমিয়ার লিগে প্রথমার্ধে এগিয়ে যাওয়া কোনো ম্যাচে হারেনি রেড ডেভিলরা। তবে ১৪৩ ম্যাচ পর এদিন সেই তিক্ত স্মৃতির সাক্ষী হয় ইতিহাদ। ফাটল ধরে তাদের জয়রথে।


ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার ম্যানচেস্টার ডার্বিতে মুখোমুখি হয় ইউনাইটেড আর সিটি। সিটির ঘরের মাঠে লড়াইয়ে নামে দুই দল। যেখানে প্রথমার্ধে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ৩-১ গোলের বড় ব্যবধানেই হারে ম্যানচেস্টার ইউনাইটেড। সিটির হয়ে জোড়া গোল করেন ফোডেন।

 

ইতিহাদকে শুরুতেই স্তব্ধ করে দেন রাশফোর্ড। অষ্টম মিনিটে দারুণ এক গোল করে ইউনাইটেডকে এগিয়ে দেন তিনি, যা প্রথমার্ধ শেষেও ধরে রাখে ম্যানচেস্টার ইউনাইটেড। যদিও ম্যাচে ফেরার বেশ কয়েকটি ভালো সুযোগ পেয়েছিল সিটি, তবে তা কাজে লাগাতে পারেনি।

বিশেষ করে প্রথমার্ধের শেষ দিকে একদম ফাঁকায় বল পেয়েও খুব কাছ থেকে কিভাবে যেন বলটি বার উঁচিয়ে বাইরে পাঠান আর্লিং হলান্ড। তাতে বিস্মিত হয় পুরো গ্যালারি। ফলে ৭৬ শতাংশ সময় বল দখলে রাখার পরও পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে সিটি।

দ্বিতীয়ার্ধেই অবশ্য বদলে যায় চিত্র। ৫৬তম মিনিটে সিটিকে সমতায় ফেরান ফোডেন। বক্সের বাইরে থেকে বাম পায়ের শটে অনিন্দ্য সুন্দর এক গোল করেন তিনি। ফলে এবার জমে উঠে খেলা। দুই দলই ব্যস্ত হয়ে পড়ে লিড নিতে।


তবে সিটির সাথে পেরে উঠেনি ইউনাইটেড। আবারো গোল করে বসেন ফোডেন। ৮০তম মিনিটে দলকে দ্বিতীয় গোল এনে দেন তিনি। আর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে তৃতীয় গোলটি করে ইউনাইটেডের কফিনে শেষ পেরেক ঠুঁকে দেন হলান্ড।

এই জয়ের পরও পয়েন্ট টেবিলের শীর্ষ দল লিভারপুলের চেয়ে ১ পয়েন্টে পিছিয়ে থেকেই সপ্তাহটা শেষ করল টানা তিনবারের চ্যাম্পিয়নরা। ২৭ ম্যাচে ৬২ পয়েন্ট সিটির। তবে ব্যবধানটা ঘুচানোর বড় সুযোগ আসছে আগামী সপ্তাহে। আগামী রোববার অ্যানফিল্ডে লিভারপুলের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top