সিডনী শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১


বিশ্বকাপ খেলা হচ্ছে না আলভেজের


প্রকাশিত:
১২ মে ২০১৮ ০০:৩৫

আপডেট:
১৭ মে ২০২৪ ১৮:০৩

বিশ্বকাপ খেলা হচ্ছে না আলভেজের

 বিশ্বকাপ খেলা হচ্ছে না দানি আলভেজের। পিএসজির হয়ে খেলার সময় পাওয়া হাঁটুর চোটে রাশিয়ায় বসতে যাওয়া বিশ্বযজ্ঞ থেকে ছিটকে পড়েছেন এ ব্রাজিলিয়ান রাইটব্যাক।



সোমবার প্রাথমিক দল ঘোষণা করতে পারে ব্রাজিল। চোটের পরও আলভেজকে ঘিরে আশাটা অন্তত ছিল। কিন্তু ব্রাজিল ফুটবল কনফেডারেশন শুক্রবার জানিয়ে দিয়েছে সেই আশা বাস্তবায়ন অসম্ভবই।



ফ্রেঞ্চ জায়ান্ট পিএসজির চলতি মৌসুমের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ৩৫ বছর বয়সী আলভেজের। ক্লাবের জার্সিতে গত মঙ্গলবার নেমেছিলেন ফরাসি কাপের ফাইনালে। ম্যাচে ডান হাঁটুতে চোট পান। শুরুতে মনে করা হচ্ছিল সেরে উঠবেন বিশ্বকাপের আগেই, তবে একেবারে দোরগোড়ায় যেয়ে।



সেটা ধরেই চোটে পড়ার পরেরদিন ব্রাজিল দলের এক মুখপাত্র জানিয়েছিলেন, দলের গুরুত্বপূর্ণ সদস্যকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরে পরীক্ষার ফল হাতে পেলে দেখা যায় হাঁটুর লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। আলভেজের পুনর্বাসনে তিন-চার সপ্তাহ সময় লাগবে বলে জানানো হয় শুরুতে।



এর মানে সুস্থ আলভেজকে পেতে বিশ্বকাপের একেবারে শুরু বা শুরুর দুএকটি ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হত। সেটি আর করছে না ব্রাজিল। কেননা ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাজমার প্যারিসে যেয়ে দেখতে পান, অস্ত্রোপচার লাগবে এ রাইটব্যাকের। তাতে সম্ভাবনাটুকুর ইতি ঘটেছে।



তাতে ব্রাজিল ১০৬টি আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা সম্পন্ন আলভেজকে হারাল। দুর্দান্ত ফর্মে থাকা লেফটব্যাক মার্সেলোর রাইটব্যাক সঙ্গী খুঁজতে কোচ টিটেকে এখন ঘাম ছোটাতে হবে। আলভেজ ব্রাজিলের জার্সিতে ২০১০ এবং ২০১৪ বিশ্বকাপে খেলেছেন।



ক্রোয়েশিয়ার বিপক্ষে আগামী ৩ জুন, আর ১০ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। ‘ই’ গ্রুপে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিশ্বকাপ প্রতিপক্ষ কোস্টারিকা, সার্বিয়া ও সুইজারল্যান্ড।



মৌসুমের মাঝে পিএসজির হয়েই হাঁটুতে চোট পেয়েছিলেন নেইমার। এই ব্রাজিলিয়ান এখনও মাঠে ফিরতে পারেননি। তবে সেরে উঠছেন, ফেরার কাছাকাছিই আছেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top