সিডনী রবিবার, ৩০শে জুন ২০২৪, ১৬ই আষাঢ় ১৪৩১


বাংলাদেশের হারে অস্ট্রেলিয়ার বিদায়ের পরই অবসরে ওয়ার্নার


প্রকাশিত:
২৫ জুন ২০২৪ ১৭:৪৫

আপডেট:
২৫ জুন ২০২৪ ২৩:৩৪


ভারতের বিপক্ষে গতকাল হারার পর চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সমীকরণ আর নিজেদের হাতে ছিল না অস্ট্রেলিয়ার। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ জিতলেই কেবল সেমিফাইনালে উঠতে পারত তারা। বাংলাদেশের জয় চেয়ে নিজেদের ফেসবুক প্রোফাইলে এজন্য পোস্টও দিয়েছে দলটি। তবে তাদের আশা পূর্ণ করতে পারেনি বাংলাদেশ। আফগানদের কাছে হেরে নিজেরা তো বিদায় নিয়েছেই, বিদায় নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়ানদেরও।

দলের বিদায়ের পর আন্তর্জাতিক ক্রিকেটেও বিদায় ঘটে গেল অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। ইতি ঘটল এই তারকার ১৫ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের। ওয়ার্নারের বিদায় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াও।

ওয়ানডে ক্রিকেটে ওয়ার্নার সবশেষ খেলেছিলেন ভারত বিশ্বকাপের ফাইনালে। সেবার শিরোপা নিজেদের ঘরে নেয় অস্ট্রেলিয়া। আর টেস্টে জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন সবশেষ ম্যাচ। সেই সিরিজও জেতে অস্ট্রেলিয়া। তখনই জানিয়ে দিয়েছিলেন, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপই তার সবশেষ প্রতিযোগিতা। তবে এবার ব্যর্থ মনোরথেই বিদায় হলো ওয়ার্নারের। যদিও আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দরজা খোলা রেখেছেন, তবে ফিরে আসার সম্ভাবনা খুব কম।

টি-টোয়েন্টি ও ওয়ানডে; দুই সংস্করণেই বিশ্বকাপ জিতেছেন ওয়ার্নার। ২০১৫ ও ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন এই ওপেনার। আর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন ২০২১ সালে। জিতেছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপও। আন্তর্জাতিক ক্রিকেটে ১৯ হাজার রান আছে এই তারকার। শতক সংখ্যা ৪৯টি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top