সিডনী শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১


বিপিএল ঢাকা পর্ব, ভাড়া করে দর্শক নেওয়া হচ্ছে মাঠে!


প্রকাশিত:
২০ নভেম্বর ২০১৭ ০৯:১২

আপডেট:
১৭ মে ২০২৪ ১৪:৪৩

বিপিএল ঢাকা পর্ব, ভাড়া করে দর্শক নেওয়া হচ্ছে মাঠে!

হঠাৎ বিপিএলে বৃষ্টির আগমন। দুপুর ১ টায় মাঠে নামার কথা খুলনা টাইটানস ও সিলেট সিক্সার্স। কিন্তু বৃষ্টির কারনে এখনো টস হয়নি। এদিকে বৃষ্টির কারণে উইকেটসহ মাঠ আপাতত ঢেকে রাখা হয়েছে।



সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গত (৪ নভেম্বর) ঢাকা ডায়নামাইটস ও সিলেট সিক্সার্সের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়ায় (বিপিএল)’র পঞ্চম আসর। সিলেট পর্বে গ্যালারী ছিলো দর্শকে পরিপূর্ন। আবার অনেক দর্শক টিকেট না পেয়ে ফিরে গিয়েছে খালি হাতে।





গত ৮ নভেম্বর বিপিএলের সিলেট পর্ব শেষ হয়। এরপর ১১ নভেম্বর থেকে শুরু ঢাকা পর্ব কিন্তু ঢকা পর্বে যেন মানুষ আসতেই চাচ্ছে না স্টেডিয়ামে। ম্যাচ চলাকালিন মাঠে হয়না দর্শক তার উপরে বৃষ্টি, যা প্রভাব ফেলেছে গোটা ক্রিকেট প্রেমীদের। যার ফলে ফ্র্যাঞ্চাইজিং দল গুলো মাঠে দর্শক আনছে ভাড়া করে।



গতকাল ১৪ নভেম্বর ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হয় খুলনা টাইটান্স এ ম্যাচেও প্রায় দর্শক শূন্য ছিলো গ্যালারি। কিন্তু ঢাকা জেলার দোহার থেকে ঢাকা ডায়নামাইটসের পক্ষে ৫০টি গাড়িতে প্রায় ২০০০ হাজার দর্শক ছিলো যার টিকেট ছিলো সৌজন্য মূলক ঢাকা ডায়নামাইটসের পক্ষ থেকে। কিন্তু কেনো নেই দর্শক?



দোহার থেকে আসা নাম প্রকাশ না করা শর্তে বলেন, আমাদের টিকেট আমাদের এলাকার এক নেতা দিয়েছে। অন্য আরেক জন বলেন সালমান এফ রহমানের স্যারের সৌজন্যে পেয়েছি। আমাদের সর্বমোট ৫০টি গাড়ি এসেছে। প্রত্যেক গাড়িতে ৫০ জনের মত করে যাত্রী আছে।





এদিকে নির্ঝর নামের এক ক্রিকেটপ্রেমী বলেন, টিকিটের দাম অনেক বেশি তাই চিন্তা করেছি বাসায় বসে খেলা দেখবো। অপর এক দর্শক বলেন, খেলাকে ভালোবাসি তাই বেশি দাম হলেও মাঠে এসেছি খেলা দেখতে।



এখনো মাঠে দর্শকের তেমন আনাগুনা দেখা যাচ্ছে না। তবে কখন টস হবে এখনো এই বিষয়ে বিস্তারিত জানা যায়নি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top