দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ
প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০২০ ১০:৪৭
আপডেট:
২৬ জানুয়ারী ২০২০ ২২:৫৭

প্রভাত ফেরী ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরে ব্যাকফুটে থেকে দ্বিতীয় ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না টাইগারদের। কিন্তু লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে পাত্তাই পায়নি মাহমুদউল্লাহ রিয়াদরা।
বাবর-হাফিজ পাকিস্তানকে জিতিয়ে মাঠ ছাড়লেনদুই দিনে দুটি ম্যাচ হার। শনিবার অসহায় আত্মসমর্পণে পাকিস্তান সফরে এক ম্যাচ আগেই সিরিজ হারলো বাংলাদেশ।
মাত্র ১৩৭ রানের লক্ষ্যে নামে পাকিস্তান। দ্বিতীয় ওভারে ৬ রানে প্রথম উইকেট হারালেও সেটা তাদের সহজ জয়ে বাধা হতে পারেনি। মোহাম্মদ হাফিজ ও বাবর আজমের ফিফটিতে ১৬.৪ ওভারে ১ উইকেটে ১৩৭ রান করেছে পাকিস্তান।
২০ বল হাতে রেখে ৯ উইকেটের বড় ব্যবধানে জয় নিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরে নেয় পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৩৬/৬ (তামিম ৬৫, নাঈম ০, মেহেদি ৯, লিটন ৮, আফিফ ২১, মাহমুদউল্লাহ ১২, সৌম্য ৫*, বিপ্লব ৮*; ইমাদ ২-০-১৬-০, আফ্রিদি ৪-০-২২-১, হাসনাইন ৪-০-২০-২, রউফ ৪-০-২৭-১, শাদাব ৩-০-২৮-১, মালিক ২-০-৯-০, ইফতিখার ১-০-১২-০)।
পাকিস্তান: ১৬.৪ ওভারে ১৩৭/১ (বাবর ৬৬*, এহসান ০, হাফিজ ৬৭*; মেহেদি ৪-০-২৮-০, শফিউল ৩-০-২৭-১, আল আমিন ৩-০-১৭-০, মুস্তাফিজ ৩-০-২৯-০, বিপ্লব ২-০-১৬-০, আফিফ ১-০-১৬-০, মাহমুদউল্লাহ ০.৪-০-৩-০)।
বিষয়: পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ
আপনার মূল্যবান মতামত দিন: