সিডনী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


বার্সেলোনা আমার বাড়ি আর আমি এখানেই থাকবো: মেসি


প্রকাশিত:
২১ ফেব্রুয়ারি ২০২০ ১০:৫৫

আপডেট:
৩ মে ২০২৪ ০৮:০৭

ফাইল ছবি

প্রভাত ফেরী: প্রথমে ক্লাব ডিরেক্টর এরিক আবিদালের সঙ্গে বাকবিতণ্ডা। এরপর ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউর বিরুদ্ধে তিনিসহ আরও অনেক খেলোয়াড়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ। এতে আন্তর্জাতিক গণমাধ্যমে গুঞ্জন উঠেছে, বার্সেলোনা ছাড়তে পারেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তবে এমন কিছু ঘটার সম্ভাবনা উড়িয়ে দিয়ে ৩২ বছর বয়সী ফরোয়ার্ড বলেছেন, ক্লাব ও ভক্তরা যতদিন চাইবেন, ততদিন তিনি ন্যু ক্যাম্পে থাকবেন।

জনপ্রিয় স্প্যানিশ পত্রিকা মুন্ডো দেপোর্তিভোকে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি উড়িয়ে দিলেন মেসি। তিনি জানান, বার্সেলোনা তার বাড়ি এবং এখানে থাকতেই তিনি সবচেয়ে বেশি পছন্দ করেন।

চলতি সপ্তাহে স্পেনের একটি রেডিও চ্যানেল দাবি করে, ক্লাব সভাপতি বার্তোমেউয়ের সম্মান রক্ষার্থে মেসি ও জেরার্দ পিকের মতো দলের অভিজ্ঞ, গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ভাবমূর্তি নষ্ট করতে বার্সেলোনা একটি প্রতিষ্ঠান ভাড়া করেছে। ক্লাবের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে, পুরো বিষয়টি গুজব বলে উড়িয়ে দেয় লা লিগা চ্যাম্পিয়নরা। এমন ঘটনায় অবাক হয়েছেন মেসি।

এটা আমাকে কিছুটা অবাক করেছে কারণ আমি এখানে ছিলাম না। সত্যি বলতে এমন কিছু যে ঘটতে পারে, সেটা দেখেই আমি অবাক হয়েছি। কিন্তু তারা এটাও বলেছে যে তাদের কাছে প্রমাণ থাকতে পারে। এটা সত্যি কিনা তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে।

বার্সেলোনার সঙ্গে ২০২১ সাল পর্যন্ত চুক্তি আছে মেসির। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, মেসির চুক্তির একটা বিশেষ দিক হচ্ছে, শর্ত অনুযায়ী প্রতিটি মৌসুম শেষে ইচ্ছে করলে রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার বিদায় বলে দিতে পারেন। সেক্ষেত্রে শুধু ইচ্ছার কথাটা কর্তৃপক্ষকে মে মাস শেষের আগে জানাতে হবে। তাহলেই তিনি ‘ফ্রি’ হয়ে যাবেন।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top