সিডনী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


করোনা আতঙ্কে ভারতে আইপিএলসহ সবধরনের ক্রিকেট বন্ধের ঘোষণা


প্রকাশিত:
১৫ মার্চ ২০২০ ০৬:২০

আপডেট:
২৪ এপ্রিল ২০২৪ ১১:২১

ফাইল ছবি

প্রভাত ফেরী: করোনা ভাইরাস সারাবিশ্বে মহামারি আকার ধারণ করেছে। ১২৪টি দেশে হু হু করে বাড়ছে এতে আক্রান্তের সংখ্যা। ক্রীড়াক্ষেত্রেও ব্যাপক প্রভাব পড়েছে প্রাণঘাতী এ ভাইরাসের। ব্যতিক্রম নয় ভারতও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আন্তর্জাতিক সিরিজ, ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট আইপিএল- আগেই স্থগিত করা হয়েছিল এ দুটি। তবে নির্ধারিত সূচিতেই চলছিল ভারতের ঘরোয়া ক্রিকেটের অন্যান্য টুর্নামেন্ট।

এবার চলে এলো সবধরনের ক্রিকেট বন্ধের ঘোষণা। মহামারী করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সবধরনের স্বীকৃত ক্রিকেট বন্ধের ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত দেশটিতে আর কোনো ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে না।

দেশটির সব জাতীয় ক্রীড়া সংস্থাকে জনসমাগম এড়িয়ে চলতে ইতিমধ্যে নির্দেশনা জারি করেছে তারা। কারণ জমায়েত হলে করোনা সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা বেশি। এর মাঝে কোনো টুর্নামেন্ট আয়োজিত হলে তা ফাঁকা গ্যালারিতেই করতে হবে। পরিপ্রেক্ষিতে প্রশ্ন ওঠে, সূচি মেনেই কি শুরু হবে আইপিএল? আর যদি হয় তাহলে কি তা দর্শকশূন্য আসনে করতে হবে? এবারের আইপিএল শুরু হওয়ার কথা ছিল ২৯ মার্চ। কিন্তু করোনার প্রাদুর্ভাবে ওই দিন থেকে টুর্নামেন্টটি শুরু হবে কি-না, তা নিয়ে সংশয় দেখা দেয়।

কারণ, এরই মধ্যে বিদেশি ক্রিকেটারদের ভিসা দেয়া বন্ধ করে দিয়েছে ভারতীয় দূতাবাস। ১৫ এপ্রিল পর্যন্ত তাদের ভিসা দেয়া হবে না বলে জানিয়েছে তারা। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ দর্শকশূন্য স্টেডিয়ামে করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

এদিকে শনিবার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক রয়েছে। কিন্তু এর আগে শুক্রবার মুম্বাইতে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি, সচিব জয় শাহ ও অন্যান্য কর্তারা সভায় বসেন। সরকারের নির্দেশনা মেনে আপাতত আইপিএল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top