সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


টোকিও অলিম্পিকের নতুন তারিখ ঘোষণা করলো আইওসি


প্রকাশিত:
৩১ মার্চ ২০২০ ০৪:৫৭

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ০৩:৩৮

ফাইল ছবি

প্রভাত ফেরী: মহামারী করোনা ভাইরাসের কারণে এক বছর পিছিয়ে গেছে টোকিও অলিম্পিক। এ বছর অলিম্পিক হচ্ছে না আগেই ঘোষণা দিয়েছে অলিম্পিক কমিটি। এবার আগামী বছরের জন্য নতুন তারিখও ঘোষণা করলো ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি)।

সোমবার আইওসি'র নির্বাহী বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে, ২০২১ সালের ২৩ জুলাই জাপানে শুরু হবে টোকিও অলিম্পিক। চলবে ৮ আগস্ট পর্যন্ত। তবে ২০২১ সালে হলেও এই অলিম্পিকের নাম থাকবে আগের মতোই ‘টোকিও ২০২০’।

এদিকে চলতি বছরের ২৫ আগস্ট শুরু হওয়ার কথা ছিল প্যারাঅলিম্পিক গেমস। করোনার কারণে সেটিও এক বছর পেছানো হয়। এবার নতুন তারিখ নির্ধারিত হয়েছে ২০২১ সালের ২৪ আগস্ট। ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই আসরটি।

আইওসির সভাপতি থমাস বাচ বলেন, ‘আমি আত্মবিশ্বাসী, টোকিও ২০২০ অলিম্পিকের আয়োজক কমিটি, টোকিও মেট্রোপলিটন, জাপানিজ সরকার এবং আমাদের সকল অংশীদার মিলে এই নজিরবিহীন চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারব।’

তিনি যোগ করেন, ‘মানবজাতি বর্তমানে এক অন্ধকার সুরঙ্গের মধ্যে দিন কাটাচ্ছে। টোকিও ২০২০ অলিম্পিক গেমস এই সুরঙ্গের শেষ সীমায় আলো হতে পারে।’


বিষয়: অলিম্পিক


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top