অস্ট্রেলিয়ার বিদায় শঙ্কা-দ্বিতীয় রাউন্ডের পথে ডেনমার্ক


প্রকাশিত:
২১ জুন ২০১৮ ১৭:০৩

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৮:৫০

অস্ট্রেলিয়ার বিদায় শঙ্কা-দ্বিতীয় রাউন্ডের পথে ডেনমার্ক

১-১ গোলের সমতায় শেষ হল ডেনমার্ক বনাম অস্ট্রেলিয়ার খেলা। খেলা শুরুর ৭ মিনিটে ক্রিস্টিয়ান এরিকসেনের গোলে এগিয়ে যায় ডেনমার্ক। তবে খেলায় ফিরতে সময় নেয়নি অজিরা। ৩৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি মিলে জেদিনাক। খেলার বাকী সময় দুদল আর গোলের দেখা না পাওয়ায় ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের। আজ রাশিয়া বিশ্বকাপ ২০১৮’র ‘সি’ গ্রুপের এই ম্যাচটি অনুষ্ঠিত হয় সামারা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৬টায়।



এই ড্রতে এক পয়েন্ট করে পেল দুই দল। ডেনমার্ক তাদের আগের ম্যাচে পেরুর বিপক্ষে জয় পায় এবং আজকের খেলায় ড্রতে দুই ম্যাচে চার পয়েন্ট পেল ডেনিশরা। এই ড্রতে দ্বিতীয় রাউন্ডের পথে একধাপ এগিয়ে গেল ডেনমার্ক। অপরদিকে অজিরা তাদের প্রথম ম্যাচে ফ্রান্সের বিপক্ষে ২-১ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে। এক হার এবং এক ড্রতে তাদের পয়েন্ট এক। অজিদের দ্বিতীয় রাউন্ডে খেলা এখন নির্ভর করছে যদি কিন্তুর হিসাবে। 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top