ক্রিকেট একাডেমি খুলছেন শচীন


প্রকাশিত:
১৯ জুলাই ২০১৮ ০৯:৫৭

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৮:২৬

ক্রিকেট একাডেমি খুলছেন শচীন

তৃণমূল থেকে ক্রিকেটার বের করে নিয়ে আসার জন্য ক্রিকেট একাডেমি খুলছেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। ইংল্যান্ড কাউন্টি ক্লাব মিডলসেক্সের সঙ্গে নতুন উদ্যোগ নেন ভারতের সাবেক এই অধিনায়ক।



ক্রিকেট খেলার প্রতিভা আছে, কিন্তু অর্থের অভাবে পিছিয়ে পড়েছে। এমন একশো খুদে ক্রিকেটারকে স্কলারশিপ দেবে শচীনের এই একাডেমি।



৯ থেকে ১৪ বছর বয়সের ছেলেমেয়রা শচীন টেন্ডুলকার মিডলসেক্স গ্লোবাল নামের এই একাডেমিতে প্রশিক্ষণ নেয়ার সুযোগ পাবেন।



একাডেমি খোলার বিষয়টি নিশ্চিত করে ক্রিকেটের এই জীবন্ত কিংবদন্তি বলেন, শুধু ভালো ক্রিকেটার তৈরি করাই আমাদের উদ্দেশ্য নয়। ভালো মানুষ হিসেবেও গড়ে তোলা আমাদের লক্ষ্য। আমাদের এই একাডেমিতে ছেলেমেয়েরা সেরা ক্রিকেট প্রশিক্ষণের সুযোগ পাবে। এখানে সবাই মজা করে ক্রিকেট প্রশিক্ষণ নেবে।



চলতি বছরের আগস্টে শচীনের এই একাডেমির পথ চলা শুরু হবে। এই একাডেমির ক্যাম্প হবে মুম্বাই এবং লন্ডনে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top