সিডনী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১

৩০ সেপ্টেম্বর ঢাকায় সিটিও’র কাউন্সিল-বার্ষিক ফোরাম শুরু


প্রকাশিত:
২৮ সেপ্টেম্বর ২০১৯ ১৯:০০

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ০৭:৪৪

৩০ সেপ্টেম্বর ঢাকায় সিটিও’র কাউন্সিল-বার্ষিক ফোরাম শুরু

প্রভাত ফেরী ডেস্ক: আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ঢাকায় দ্বিতীয়বারের মতো  অনুষ্ঠিত হচ্ছে কমনওয়েলথ টেলিযোগাযোগ সংস্থার (সিটিও) পাঁচ দিনব্যাপী ৫৯তম কাউন্সিল সভা ও বার্ষিক ফোরাম।  এইবার এই সভা ও বার্ষিক ফোরামের প্রতিপাদ্য বিষয় ‘টুওয়ার্ডস এ ডিজিটাল কমনওয়েলথ’। 



আগামী ৩০ সেপ্টেম্বর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এ কে এম রহমত উল্লাহ্ এবং ডাক ও টেলিযোগাযোগ সচিব অশোক কুমার বিশ্বাস। 



ফোরামে কমনওয়েলথভুক্ত দেশগুলোর টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী, সচিব, রেগুলেটর প্রধান, সরকারি-বেসরকারি সংস্থার পদস্থ কর্মকর্তা এবং এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট দেশি-বিদেশি প্রায় ২৫০ থেকে ৩০০ প্রতিনিধি অংশ নেবেন। 



উদ্বোধনী বক্তব্য রাখবেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মো. জহুরুল হক এবং কমনওয়েলথ টেলিযোগাযোগ সংস্থার ভারপ্রাপ্ত মহাসচিব গিসা ফুয়াতাই পারসেল। ফোরামের বিভিন্ন কর্ম অধিবেশন এবং কাউন্সিল মিটিং একই ভেন্যুতেই অনুষ্ঠিত হবে।



সিটিও হলো কমনওয়েলথভুক্ত দেশগুলো ও কমনওয়েলথ বহির্ভূত দেশগুলোর সরকারি, বেসকারি সংস্থা, ব্যবসায়ী নাগরকি ও সুশীল সমাজের মধ্যকার একটি আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারত্ব মূলক সংস্থা। এটি আইসিটি সর্ম্পকিত বৈশ্বিক আলোচ্যসূচিকে প্রভাবিত করতে কাজ করে। সিটিও আন্তর্জাতিক কমিউনিটি টেলিযোগাযোগসহ আইটি এবং ইন্টারনটেসহ তথ্য যোগাযোগ প্রযুক্তিখাতে নতুন জ্ঞান প্রদানমূলক নানা কর্মসূচি আয়োজন করে। অভিজ্ঞতা, দক্ষতার ব্যবহার ও বহুমাত্রিক সহযোগিতার মাধ্যমে সদস্য দেশগুলোর মধ্যকার বিরাজমান ডিজিটাল বিভেদ বা শূণ্যতা পূরণের যোগসূত্র তৈরি করে।



 সিটিও সদস্য রাষ্ট্রগুলোর টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিকে সংহত করতে সহযোগিতা দিতে যা জনগণকে ক্ষমতাবান, সমৃদ্ধ করতে সাহায্য করে। বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থাগুলোর মধ্যে এ সংগঠন একটি বহুল পরিচিত সংস্থা, যার সদর দফতর লন্ডনে অবস্থিত। সব কমনওয়েলথভুক্ত সংস্থার মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন এবং সর্ববৃহৎ সংস্থাটির সদস্য দেশের সংখ্যা ৫৩টি। বাংলাদেশ সিটিও’র একটি পূর্ণ সদস্য দেশ।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top