সিডনী বৃহঃস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪, ৫ই বৈশাখ ১৪৩১

নিজের প্রতিষ্ঠিত মাইক্রোসফট থেকে সরে দাড়ালেন বিল গেটস


প্রকাশিত:
১৪ মার্চ ২০২০ ১৬:৫১

আপডেট:
১৮ এপ্রিল ২০২৪ ১৬:৩৭

ফাইল ছবি

প্রভাত ফেরী: দাতব্য কাজে বেশি সময় দিতে বহুজাতিক কোম্পানি মাইক্রোসফটের পরিচালনা পর্ষদ থেকে নিজেকে সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস।

ধনকুবের বিল গেটস এবং তার স্ত্রী মেলিন্ডা গেটস বিশ্বের সর্ববৃহৎ দাতব্য সংস্থা গেটস ফাউন্ডেশন পরিচালনা করছেন। এই ফাউন্ডেশনের কোটি কোটি ডলারের সম্পদ রয়েছে এবং বিশ্ব জুড়ে রোগ ও দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তারা প্রচুর অর্থ ব্যয় করে থাকেন।

২০০৮ সালের শুরুতে মাইক্রোসফটের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিতে শুরু করেন গেটস। যদিও ২০১৪ সাল পর্যন্ত তিনি বোর্ড চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। এরপর গত ৪ বছর ধরে কেবল বোর্ড মেম্বার ছিলেন। কিন্তু শুক্রবার তিনি সেই দায়িত্ব থেকেও সরে গেলেন।

মাইক্রোসফট ও বার্কশায়ার হাথাওয়ে থেকে পদত্যাগ প্রসঙ্গে শুক্রবার নিজের লিংকইন অ্যাকাউন্টে তিনি বলেন, এই প্রতিষ্ঠানগুলো সবসময় আমার জীবনে কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে। আমার কাছে বন্ধুত্ব ও অংশীদারিত্ব বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন এটিকে আরেকটি ধাপে নিয়ে যেতে চাই। আমি দু’টি কোম্পানিতেই অবদান অব্যাহত রাখবো। তবে বিশ্বের কঠিনতম কিছু চ্যালেঞ্জের ক্ষেত্রে আমার প্রতিশ্রুতি কার্যকরকেই অগ্রাধিকার দিচ্ছি।

ফোর্বসের হিসাবে, বর্তমানে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের পরেই সবচেয়ে বেশি সম্পদের মালিক বিল গেটস। তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১০৩ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার।

তরুণ বয়সে কম্পিউটারের সফটওয়্যার তৈরির মাধ্যমে নিজের ভাগ্যগড়ার কাজ শুরু করেছিলেন বিল গেটস। কলেজ ড্রপআউট হয়েও বাল্যবন্ধু পল অ্যালেনের সঙ্গে যৌথভাবে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন তিনি। ১৯৮০ সালে বিশ্বের অন্যতম টেকজায়ান্ট আইবিএমের সঙ্গে কম্পিউটার অপারেটিং সিস্টেম তৈরির চুক্তির পরপরই ভাগ্য খুলে যায় তার। এরপর আর পেছনে তাকাতে হয়নি। মাত্র ৩১ বছর বয়সে সর্বকনিষ্ঠ বিলিয়নিয়ার বনে যান বিল গেটস।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top