অস্ট্রেলিয়ার একটি প্রত্যন্ত এলাকা থেকে সাত জনের মৃতদেহ উদ্ধার


প্রকাশিত:
১২ মে ২০১৮ ০০:১৫

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০১:৩২

অস্ট্রেলিয়ার একটি প্রত্যন্ত এলাকা থেকে  সাত জনের মৃতদেহ উদ্ধার

অস্ট্রেলিয়ার একটি প্রত্যন্ত গ্রাম থেকে সাত জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার অসমিংটন এলাকা থেকে এ মৃতদেহগুলো উদ্ধার করা হয়।



 ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।



ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পুলিশ কমিশনার ক্রিস ডাওসন বলেছেন, ‘গ্রামের একটি ভবনের বাইরে থেকে প্রাপ্তবয়স্ক দুই ব্যক্তির ‍লাশ এবং ভবনের ভেতর থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে।’



এ ঘটনায় জননিরাপত্তার জন্য কোনো হুমকি নেই বলে জানিয়েছেন তিনি।



ডাওসন বলেন, ‘মৃতদেহের পরিচয় জানানোর মতো পরিস্থিতিতে আমি নেই।’



তিনি বলেন, প্রাণহানি দুর্ভ্যাগ্যজনক কিন্তু চার শিশু ও তিন প্রাপ্তবয়স্কের এই প্রাণহানি একটি উল্লেখযোগ্য দুর্ভাগ্যজনক ঘটনা।’



পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন, এই ঘটনা ব্যাপক আকারে তদন্ত করা হবে এবং হত্যার শিকার ওই ব্যক্তিদের স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হবে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top