সিডনী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


নেভানোর মতো নয় সিডনির দাবানল: অস্ট্রেলিয়া অগ্নিনির্বাপণ কর্তৃপক্ষ


প্রকাশিত:
৮ ডিসেম্বর ২০১৯ ০৪:১৪

আপডেট:
৮ ডিসেম্বর ২০১৯ ০৯:০৫

ছবি: সংগৃহীত

প্রভাত ফেরী ডেস্ক: বারবার চেষ্টা করেও নেভানো যাচ্ছে না সিডনির উত্তরে পুড়তে থাকা দাবানল। ফায়ার সার্ভিসের একান্ত চেষ্টার পরও এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে সিডনি ফায়ার সার্ভিস বিভাগ। এর আগে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ওরেঞ্জভ্যালি থেকে পালিয়ে রক্ষা পায় দমকল বাহিনী।

অস্ট্রেলিয়ার অন্যতম এই বাণিজ্যিক নগরীতে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে। শহরের ৬০ কিলোমিটার দূরত্বের এই দাবানল এতটাই ছড়িয়েছে যে তা নেভানোর মতো নয় বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার অগ্নিনির্বাপণ কর্তৃপক্ষ। শনিবার (৭ ডিসেম্বর) সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য জানানো হয়।

নিউ সাউথ ওয়েলস এর দাবানলগুলো সিডনির পাশে ১১৫০ বর্গ কিলোমিটার এলাকায় ছড়িয়েছে। আক্রান্ত এলাকা থেকে যারা এখনো মালামাল রক্ষা করতে পারেননি তাদের দ্রুত বাড়ি ছেড়ে চলে যেতে বলা হয়েছে। অক্টোবর থেকে শুরু হওয়া দাবানলে এ পর্যন্ত ৬ জন মারা গেছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে হয়েছে ৭০০ এর বেশি ঘরবাড়ি। দাবানল আরও ছাড়াচ্ছে কুইন্সল্যান্ড, ভিক্টোরিয়া, দক্ষিণ অস্ট্রেলিয়া ও তাসমানিয়ায়।

জানা যায়, বনে প্রায় ১১০টি দাবানলের ঘটনায় এখনও ৬০টির বেশি অনিয়ন্ত্রিত অবস্থায় রয়েছে। সিডনির উত্তরে জ্বলতে থাকা দাবানল নিয়ে বেশি দুশ্চিন্তা করা হচ্ছে। কেননা সিডনির একটি শহরের খুব কাছে পৌঁছে গেছে দাবানল। প্রায় ৬০ কিলোমিটার এলাকা জুড়ে জ্বলছে এই আগুন যার ওপর কারো কোন নিয়ন্ত্রণ নেই। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে উত্তর পশ্চিমের দিকে এগিয়ে যাচ্ছে এই দাবানল।

নিউ সাউথ ওয়েলস এর ডেপুটি কমিশনার রোব রজার্স এবিসি চ্যানেলকে বলেন, আমরা এসব দাবানলের আগুন থামাতে পারছি না। পরিস্থিতি অনুকূলে আসার আগ পর্যন্ত আগুন শুধু পুড়িয়েই যাবে।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top