সিডনী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


ছুটি নিয়ে জাতির কাছে ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী


প্রকাশিত:
২৩ ডিসেম্বর ২০১৯ ০২:২৩

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ০৪:২৯

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন

প্রভাত ফেরী ডেস্ক: ভয়াবহ তাপমাত্রায় পুড়ছে অস্ট্রেলিয়া। দাবানলে দেশের বিভিন্ন প্রান্ত যখন পুড়ে ছাই হয়ে যাচ্ছে, তখন ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রের দ্বীপ অঙ্গরাজ্য হাওয়াইয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। আর এতে প্রচণ্ড সমালোচনার মুখে পড়েছেন স্কট মরিসন। পরিবারের সঙ্গে ছুটি কাটাতে যাওয়ার জন্য অবশ্য জাতির কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

সিডনিভিত্তিক রেডিও ২জিবিকে মরিসন জানান, ‘এই সময়ে আমরা পরিবারের সঙ্গে ছুটি কাটাতে আসায় ভয়াবহ দাবানলের ক্ষতিগ্রস্তদের কারও প্রতি কোনো আঘাত দিয়ে থাকলে বা অপরাধ করলে আমি খুবই দুঃখিত।’ তিনি হাওয়াই রয়েছেন। দাবানল ও গত সপ্তাহে নিউজিল্যান্ডের আগ্নেয়গিরির অগ্নুৎপাতের হালনাগাদ খবর নিয়মিত রাখছেন। ছুটি সংক্ষিপ্ত করে তিনি দেশে দ্রুত ফিরবেন বলেও জানান।

অঘোষিত ছুটি নিয়ে প্রধানমন্ত্রী দেশের বাইরে চলে গেছেন-এমন খবরে দেশটির জনগণ ক্ষেপে যায়। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীর ছুটি নেয়ার সমালোচনা শুরে করেন। ব্যঙ্গাত্মক শিরোনামে পোস্টার-ফেস্টুন নিয়ে রাস্তায়ও নামেন অনেকে। জলবায়ু পরিবর্তনে মরিসন ও তার সরকার কাজ করছে না বলে অভিযোগ অনেক অস্ট্রেলীয় নাগরিকের।

তবে, কয়েকজন মন্ত্রী মরিসনের ছুটি নেওয়াকে যথাযথ হিসেবে উল্লেখ করেছেন।

এদিকে, রেকর্ড ভঙ্গকারী তাপমাত্রার ফলে দেশটির নিউ সাউথ ওয়েলসে সাত দিনের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। বৃহস্পতিবার নিউ সাউথ ওয়েলসের প্রধানমন্ত্রী গ্ল্যাডিস বেরেজিকলিয়ান এ ঘোষণা দেন।

তিনি সাংবাদিকদের বলেন, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় ৭ দিনের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আমাদের পরবর্তী কয়েক দিনের সবচেয়ে বড় উদ্বেগ হল তীব্র বাতাস ও গরম তাপদাহ।

বৃহস্পতিবার প্রথম প্রহরে নিউ সাউথ ওয়েলসের রাজধানী সিডনিতে তাপমাত্রা ৪০ ডিগ্রীতে উঠে। এছাড়া দেশটির আবহাওয়া অধিদপ্তর থেকে আগেই জানানো হয়েছে উত্তাপের তাপমাত্রা আরও বাড়বে। সর্বশেষ দুই মাসের মধ্যে এটি নিউ সাউথ ওয়েলস দ্বিতীয় জরুরি অবস্থা।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top