সিডনী বৃহঃস্পতিবার, ৯ই মে ২০২৪, ২৬শে বৈশাখ ১৪৩১


মেলবোর্নে উগ্র ডানপন্থিদের উত্যক্তের শিকার সিনেটর স্যাম দস্তেয়ারি, নিন্দার ঝড়


প্রকাশিত:
২০ নভেম্বর ২০১৭ ০৯:৩৩

আপডেট:
৯ মে ২০২৪ ১৩:৩০

মেলবোর্নে উগ্র ডানপন্থিদের উত্যক্তের শিকার সিনেটর স্যাম দস্তেয়ারি, নিন্দার ঝড়

মেলবোর্নের পাবে বসে বন্ধুদের সঙ্গে কথা বলার সময় একদল ব্যক্তির উত্যক্তের কবলে পড়েছেন সিনেটর স্যাম দস্তেয়ারি।

এজন্য ‘উগ্র ডানপন্থিদের উত্থান’কে দায়ী করেছেন । ইরানে জন্ম নেওয়া লেবার দলের সিনেটর স্যাম দস্তেয়ারিকে বুধবার পাবের মধ্যে কয়েক যুবক ‘সন্ত্রাসী’ ও ‘ছোট বানর’ বলে উপহাস করে।জাতিগত কারণে উত্যক্তের এই ঘটনার একটি ভিডিও ফেইসবুকে আপলোড করেছে ‘কনসার্নড পেট্রিয়ট’ নামের একটি গোষ্ঠী।



দস্তেয়ারি বলেছেন, তিনি এই ঘটনার ব্যাপারে আইনী পদক্ষেপ নিচ্ছেন।ভিডিও ফুটেজে দেখা গেছে, বারের মধ্যে সিনেটরকে ঘিরে ধরে একদল যুবক কটূক্তি করছে; এদের মধ্যে একজন তাকে ‘ইরানে ফিরে যাও, সন্ত্রাসী’ বলে তাচ্ছিল্য করেন।প্রত্যুত্তরে দস্তেয়ারি বলেন, “আমার মনে হয় তোমরা বর্ণবাদী। তোমরা নিজেরাই নিজেদের অপমান করছো।”দস্তেয়ারির উল্টোদিকে দাঁড়িয়ে থাকা একজন পুরো ঘটনাটির ভিডিও করে বলে জানিয়েছে বিবিসি।



ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। চ্যানেল সেভেন নেটওয়ার্ককে তিনি বলেছেন, “অস্ট্রেলিয়ায় জাতিগত কারণে কাউকে দোষারোপের কোনো স্থান নেই।”



পরে নাইন নেটওয়ার্ককে দস্তেয়ারি জানান, শ্বেত জাতীয়তবাদীরা তাকে প্রায়ই উত্যক্ত করছে।



রাজনীতিবিদরা এখন প্রায়ই এ ধরণের নিপীড়ণের শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।



“এরা (উত্যক্তকারী) হচ্ছে এ দেশের শ্বেত জাতীয়তাবাদীদের অসুস্থ মুখ; এই ঘটনাগুলো আমাকে ক্ষুদ্র, অসহায় করে তোলে। অবশ্য আপনি যেন ভীত হন, সেভাবেই তারা ঘটনাগুলোর নকশা সাজায়,” বলেন দস্তেয়ারি।



এদিকে সিনেটরকে উত্যক্তকারী এক যুবক নেইল এরিকসন অস্ট্রেলিয়ার ব্রডকাস্টিং কর্পোরেশনকে অভিযোগ করে বলেন, ঘটনার সময় দস্তেয়ারিও তাদের বিরুদ্ধে বর্ণবাদী শব্দ ব্যবহার করেছেন।



মুসলিম অবমাননার অভিযোগে সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার এক বিচারক যে তিনজনকে দোষী সাব্যস্ত করেছিলেন এরিকসন তাদের একজন বলে জানিয়েছে বিবিসি।



মসজিদ নির্মাণের প্রতিবাদে শিরশ্ছেদ নিয়ে উপহাস করায় ওই তিনজনকে দায়ী করেছিল অস্ট্রেলিয়ার তদন্ত কর্মকর্তারা।



লেবার পার্টির সাংসদ দস্তেয়ারি বলছেন, তার ভয় তরুণরাও এই ধরণের কটূ বাক্যের শিকার হতে পারেন এবং হয়তো কোনো কোনো ক্ষেত্রে তারা বিষয়টি সামলাতেও পারবে না। এই ধরণের ঘটনার পেছনে অভিবাসন বিরোধী দল ‘ওয়ান নেশন’ এর উগ্র ডানপন্থিরা আছে বলেও অভিযোগ করেছেন তিনি।



ওয়ান নেশনের প্রধান সিনেটর পওলিনা হ্যানসন দস্তেয়ারির এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।



“খুব সম্ভবত তিনি (দস্তেয়ারি) এই ঘটনাকে তার বই বিক্রির প্রচারণায় লাগাবেন। আমি সত্যিই এতে তেমন কিছু খুঁজে পাচ্ছি না,” বলেন হ্যানসন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top