বাংলাদেশে সন্ত্রাসী হামলার আশঙ্কা করছে অস্ট্রেলিয়া


প্রকাশিত:
২০ নভেম্বর ২০১৭ ০৯:৩৭

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৮:৪৬

বাংলাদেশে সন্ত্রাসী হামলার আশঙ্কা করছে অস্ট্রেলিয়া

বাংলাদেশে সন্ত্রাসী হামলার জোরালো সম্ভাবনা রয়েছে বলে অস্ট্রেলিয়া সরকার বাংলাদেশে তাদের নাগরিকদের চলাফেরায় সতর্কতা জারি করেছে।শুক্রবার অস্ট্রেলিয়ার বৈদেশিক সম্পর্ক এবং বাণিজ্য বিষয়ক মন্ত্রণালয়ের (ডিএফএটি) ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।



এতে অস্ট্রেলিয়ান নাগরিকদের উদ্দেশ্য করে বলা হয়, যদি একান্ত প্রয়োজনে বাংলাদেশ সফরে যেতেই হয়, তাহলে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। চোখ-কান খোলা রেখে বিকল্প প্রস্তুতি ভেবে রাখতে হবে।সরকারী ওই সংস্থাটি আরো বলেছে, বাংলাদেশে সন্ত্রাসী হামলার জোরালো সম্ভাবনা রয়েছে। যে কোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা।



বিশ্বাসযোগ্য সুত্রে জানা গেছে যে, আততায়ীরা পশ্চিমা দেশের নাগরিকদের টার্গেট করতে পারে। অতএব, একান্ত যদি বাংলাদেশে যেতেই হয়, তবে আপনার অবস্থানকালীন নিরাপত্তা নিশ্চিত করুন। সম্ভব হলে ভ্রমণের পরিকল্পনা বাতিল করুন।



ঠিক কী ধরনের তথ্যের ভিত্তিতে অস্ট্রেলিয়া তাদের নাগরিকদের এই সতর্কবার্তা দিয়েছে, তা স্পষ্ট করেনি ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড।



সতর্কবার্তায় তারা গতবছর ১ জুলাই ঢাকার হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা এবং গত মার্চে শাহজালাল বিমানবন্দরের সামনে চেকপোস্টে আত্মঘাতী বিস্ফোরণের বিষয়টিও উল্লেখ করেছে।



সেখানে বলা হয়েছে, বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনী এখনো উচ্চ সতর্কতা বজায় রেখেছে এবং নাশকতার পরিকল্পনার অভিযোগে প্রায়ই সন্ত্রাসীদের গ্রেপ্তারের ঘটনা ঘটছে। নতুন করে জঙ্গি হামলার ঝুঁকি রয়ে গেছে ‘আগের মতই’।



যেসব বিপণি বিতানে নিয়মিত বিদেশিদের যাতায়াত আছে, সেসব এলাকায় বাংলাদেশে অবস্থানরত অস্ট্রেলীয় কর্মকর্তাদের না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। মোটর গাড়ি ছাড়া তাদের বাইরে চলাফেরা না করতে বলেছে দেশটির পররাষ্ট্র দপ্তর।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top