উন্নয়নমূলক পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে মাশরাফি
প্রকাশিত:
২৯ আগস্ট ২০১৯ ২৩:২০
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৮:৫০

প্রভাত ফেরী ডেস্ক: নড়াইল-২ আসনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।
বুধবার প্রধানমন্ত্রী কার্যালয়ে তিনি সাক্ষাৎ করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস।
তিনি জানান, সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা নড়াইলের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসেছিলেন। নড়াইলের মানুষ হিসেবে পুরোটা সময় আমরা একসঙ্গে ছিলাম।
জানা গেছে, নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে বিভিন্ন সময়ে পরামর্শ নিতে আসেন মাশরাফি বিন মর্তুজা।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: