বছরের প্রথম দিন পাঠ্যপুস্তক উৎসব, বিতরণ হবে ৩৫ কোটি বই


প্রকাশিত:
২৫ ডিসেম্বর ২০১৯ ২২:৪৭

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১০:৫১

ফাইল ছবি

প্রভাত ফেরী ডেস্ক: অপেক্ষায় আছে নতুন বছর ২০২০ সাল শুরু হতে আর অল্প কিছু দিন বাকী। এরমধ্যে নতুন বছর শুরুর কাউন্ট ডাউন চলছে। আর মাত্র পাঁচ দিন। এরপরই ক্যালেন্ডারের পরিবর্তনে পৃথিবীর কালপঞ্জিতে যুক্ত হবে নতুন বছর। আর বছরের প্রথম দিনই ( ১ জানুয়ারি) হবে ‘পাঠ্যপুস্তক উৎসব’।

এদিন নতুন-পুরাতন মিলিয়ে সারা দেশে প্রায় ৪ কোটি ৩০ লাখ শিক্ষার্থীর মধ্যে নতুন ৩৫ কোটি ৩১ লাখ ৪৪ হাজার ৫৫৪ কপি পাঠ্যবই বিতরণ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ১ জানুয়ারি সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে বই উৎসবের উদ্বোধন করবেন। এরপর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাভারের অধন চন্দ্র উচ্চবিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেবেন।
শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা সাংবাদিকদের বলেন, ৬৪ জেলার প্রতিটি বিদ্যালয়ে নতুন বই পৌঁছে গেছে। ১ জানুয়ারি বই উৎসবের দিন শিক্ষার্থীদের হাতে হাতে বই তুলে দেওয়া হবে।
এনসিটিবি সূত্রে জানা গেছে, আগামী শিক্ষাবর্ষে (২০২০) প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে ১০ কোটি ৫৪ লাখ দুই হাজার ৩৭৫ কপি এবং মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে ২৪ কোটি ৭৭ লাখ ৪২ হাজার ১৭৯ কপি বই বিনামূল্যে বিতরণ করা হবে।

২০১০ সাল থেকে সরকার নতুন বছরের শুরুতেই সারা দেশে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করে আসছে। ২০১৯ পর্যন্ত মোট ২৯৬ কোটি সাত লাখ ৮৯ হাজার ১৭২টি বই বিতরণ করা হয়েছে।

এবার বিনামূল্যের পাঠ্যবই ছাপাতে সরকারের মোট ব্যয় হয়েছে প্রায় ১১শ কোটি টাকা। এর মধ্যে প্রাথমিক স্তরের বই ছাপাতে ব্যয় হয়েছে প্রায় ৩৫০ কোটি টাকা এবং মাধ্যমিক স্তরসহ অন্য বই ছাপাতে ব্যয় হচ্ছে প্রায় ৭৫০ কোটি টাকা। মুদ্রণ ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে গত বছর বই ছাপতে সরকারের প্রায় ১০০ কোটি টাকা বেশি ব্যয় হয়েছিল। এবার সিন্ডিকেট কিছুটা ভেঙে দেওয়ায় সরকারের প্রায় শত কোটি টাকা সাশ্রয় হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


Top