সিডনী রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১

পদ্মা সেতুতে বসল ১৯তম স্প্যান, দৃশ্যমান ২৮৫০ মিটার


প্রকাশিত:
১৯ ডিসেম্বর ২০১৯ ০২:৩৫

আপডেট:
১৯ ডিসেম্বর ২০১৯ ০২:৪০

ছবি: সংগৃহীত

প্রভাত ফেরী ডেস্ক: পদ্মা সেতুতে সফলভাবে বসানো হয়েছে ১৯তম স্প্যান। আজ বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে শরিয়তপুরের জাজিরা ও মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের মাঝখানে পদ্মা সেতুর ২১ ও ২২ নম্বর পিলারের ওপর বসানো হয় স্প্যানটি।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর পৌনে দুইটার সময় বসানো হয় স্প্যানটি। ১৯তম স্প্যানটি স্থায়ীভাবে বসানোর মাধ্যমে দৃশ্যমান হলো সেতুর ২ হাজার ৮৫০ মিটার অর্থাৎ প্রায় ৩ কিলোমিটার অংশ দৃশ্যমান হয়েছে।

পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী হুমায়ন কবীর জানান, মাওয়ার কন্সট্রাকশন ইয়ার্ড-১ থেকে ৬০০ টন ধারণ ক্ষমতার তিয়ান-ই ভাসমান ক্রেনে করে এনে জাজিরা প্রান্তে বসানো হয় স্প্যানটি। ১৮তম স্প্যান বসানোর পর এক সপ্তাহের মধ্যে বসানো হলো ১৯তম স্প্যান।

তিনি আরোও বলেন, নদী এখন অনেকটা শান্ত। নেই আগের মতো স্রোত। নদী শান্ত হওয়ায় সেতুর কাজে গতি এসেছে। গেল বর্ষা মৌসুমে ৪ মাসে বসানো হয়েছে মাত্র ১টি স্প্যান। সেখানে গত এক মাসেরও কম সময়ের ব্যবধানে বসনো হলো ৩টি স্প্যান।

দেশের সর্ববৃহৎ এ প্রকল্পটি নির্মাণ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড। তারা মূল সেতুর কাজ করছে। পদ্মা সেতুতে ৪২টি খুঁটির ওপর ৪১টি স্প্যান বসানো হবে। ৬.১৫০ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top