সিডনী রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১

পাঁচটি অর্থনৈতিক অঞ্চল করবে আরব আমিরাত


প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০১৯ ০০:১৫

আপডেট:
১৯ মে ২০২৪ ০৪:২০

পাঁচটি অর্থনৈতিক অঞ্চল করবে আরব আমিরাত

প্রভাত ফেরী ডেস্ক: চীন ও জাপানের পর এবার বাংলাদেশে বিনিয়োগের জন্য পাঁচটি মুক্ত অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার আশ্বাস দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগকারীরা। এতে প্রায় ৮৫ হাজার কোটি টাকার মত বিনিয়োগ হতে পারে বলে ধারনা করেছেন সংশ্লিস্টরা।



রোববার প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের উপস্থিতিতে দুবাইয়ে অনুষ্ঠিত বাংলাদেশ ইকোনমিক ফোরামের দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে ঘোষণা দেন।



এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের (বিএইচটিপিএ) কর্মকর্তাদের নিয়ে গঠিত ২০ সদস্যের সরকারি প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।



সালমান এফ রহমান সাংবাদিকদের জানান, ‘আমরা সব সময় চীন, জাপান মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বড় ধরনের বিনিয়োগ দেখে আসছি। এখন আমরা বিশ্বাস করি জিসিসিভুক্ত দেশগুলো বিশেষ করে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগকারীদের বিনিয়োগ মাধ্যমে স্বল্প ব্যয়, অপারেশনস এবং উচ্চতর রিটার্নের সুবিধা নেওয়া উচিত।



প্রসঙ্গত, ২০১৮ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি . শতাংশে গিয়ে ঠেকেছে। বাংলাদেশের প্রবৃদ্ধি অব্যাহত থাকলে কিছু বছরের মধ্যে বাংলাদেশের অর্থনীতি শতাংশ প্রবৃদ্ধি ছাড়িয়ে যাবে যা বাংলাদেশকে পৃথিবীতে দ্রুত বর্ধমান অর্থনীতির দেশে পরিণত করবে। শতাংশের বেশি জিডিপি প্রবৃদ্ধি অর্জন করতে বাংলাদেশের প্রচুর বিদেশি স্থানীয় বিনিয়োগ প্রয়োজন যা প্রচুর কর্মসংস্থানের সৃষ্টি করবে এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করবে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top