সিডনী রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১

'ভ্যাকসিন হিরো' পুরস্কারে ভূষিত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা


প্রকাশিত:
২৪ সেপ্টেম্বর ২০১৯ ২১:০১

আপডেট:
১৯ মে ২০২৪ ০১:৫২

'ভ্যাকসিন হিরো' পুরস্কারে ভূষিত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রভাত ফেরী ডেস্ক: টিকাদান কর্মসূচিতে বাংলাদেশের অসামান্য সাফল্যের স্বীকৃতি হিসেবে ‘ভ্যাকসিন হিরো পুরস্কারে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল এলায়েন্স ফর ভ্যাক্সিনেশন অ্যান্ড ইমুনাইজেশন (জিএভিআই) এ পুরস্কার দেয়। প্রধানমন্ত্রীর হাতে পুরস্কার তুলে দেন জিএভিআই বোর্ড সভাপতি ড. এনগোজি অকোনজো ইবিলা এবং সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা সেথ ফ্রাংকলিন বার্ক্লে।



সোমবার (২৩ সেপ্টেম্বর) যুক্তর্রাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরেইমিউনাইজেশনের ক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের স্বীকৃতিশীর্ষক অনুষ্ঠানে শেখ হাসিনাকে পুরস্কার দেওয়া হয়।



পুরস্কার প্রদানের সময় প্রধানমন্ত্রী বলেন, ভ্যাকসিনেশনের জন্য বাংলাদেশের কঠোর পরিশ্রম আজ বিশ্বব্যাপী স্বীকৃত। টিকাদান কর্মসূচি অব্যাহত রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সুস্থ নতুন প্রজন্ম দরকার।



ইমুনাইজেশনকে স্বাস্থ্যখাতে সরকারিভাবে বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্যগাথা হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী এক্ষেত্রে গ্লোবাল ভ্যাকসিন অ্যালায়েন্স এবং অন্যান্য অংশীদারদের তাদের অব্যাহত সমর্থন অবদান রাখার জন্য ধন্যবাদ জানান।



প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, স্বাস্থ্য পুষ্টি নিশ্চিতকরণে জনগণের প্রতি তার সরকার সর্বদাই প্রতিশ্রুতিবদ্ধ। প্রসঙ্গে তিনি, রূপকল্প ২০২১ ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘সরকার সকলের মৌলিক স্বাস্থ্য পর্যাপ্ত পুষ্টি নিশ্চিতকরণে সক্ষম হবে।



. এনগোজি ওকোনজো এওয়েলা তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা রাজনৈতিক দায়বদ্ধতার প্রশংসা করেন। সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী . কে আব্দুল মোমেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top