সিডনী সোমবার, ৬ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১

ঠাকুর পিস অ্যাওয়ার্ড পেলেন শেখ হাসিনা


প্রকাশিত:
৬ অক্টোবর ২০১৯ ২২:৩২

আপডেট:
৬ মে ২০২৪ ০২:০০

ঠাকুর পিস অ্যাওয়ার্ড পেলেন শেখ হাসিনা

প্রভাত ফেরী ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি বজায় রাখার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মর্যাদাপূর্ণ ‘ঠাকুর শান্তি পুরস্কার-২০১৮’ দেওয়া হয়েছে। 



শনিবার (৫ অক্টোবর) নয়াদিল্লির হোটেল তাজমহলে কলকাতা এশিয়াটিক সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে শেখ হাসিনার হাতে পুরস্কার তুলে দেনে সংস্থাটির সভাপতি অধ্যাপক ইশাহ মোহাম্মদ।



দ্য এশিয়াটিক সোসাইটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই পুরস্কারে ভূষিত করা হয়। ঠাকুর পিস অ্যাওয়ার্ড হচ্ছে সাংস্কৃতিক সম্প্রীতির জন্য নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের দেড়শতম জন্মবার্ষিকীর স্মরণে দেয়া একটি পুরস্কার।



অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশিষ্ট বুদ্ধিজীবী ও কলকাতা এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক সত্যব্রোত চৌধুরী। 

এর আগে, অন্যান্যের মধ্যে আন্তর্জাতিক নেতা নেলসন ম্যান্ডেলা ও অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে এই পুরস্কার দেওয়া হয়।



ঠাকুর পিস পুরস্কার মনোনয়নের ক্ষেত্রে সাধারণত পূর্ববর্তী ১০ বছর সময়কালের অবদানগুলো বিবেচনা করা হয়। ২০১২ সালে প্রথম ঠাকুর পিস পুরস্কার প্রদান করা হয়েছিল।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top