সিডনী রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১

পদ্মাসেতুতে বসলো ১৫তম স্প্যান, দৃশ্যমান হলো ২.৫ কি.মি


প্রকাশিত:
২৩ অক্টোবর ২০১৯ ০০:৫৩

আপডেট:
৫ মে ২০২৪ ১৭:৩০

পদ্মাসেতুতে বসলো ১৫তম স্প্যান, দৃশ্যমান হলো ২.৫ কি.মি

প্রভাত ফেরী ডেস্ক: পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ২৩-২৪ নম্বর পিলারে স্থায়ীভাবে বসলো পদ্মা সেতুর ১৫তম স্প্যান। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর ১টার দিকে স্প্যানটি ( সুপার স্ট্রাকচার) বসানো হয় বলে নিশ্চিত করেন পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী (মূল সেতু) হুমায়ুন কবির।



পলি আর বালির বাধার পাহাড়ে আটকে থাকায় নির্ধারিত দিনের প্রায় এক সপ্তাহ পর পদ্মাসেতুর ১৫ তম স্প্যান বসানো হলো। প্রকৌশলীরা জানান, টানা এক সপ্তাহ ড্রেজিং করার পর লিফটিং ক্রেনে গাইডিং ফ্রেম বসানো হয়। এরপর ক্রেন স্প্যান নিয়ে সেতুর দুই পিলারের উপরে চলে যায়। ‘১৫০ মিটার দৈর্ঘ্যের ১৫তম স্প্যান (৪-ই) বসানোর পর সেতুর মোট দুই হাজার ২৫০ মিটার দৃশ্যমান হলো।  অর্থ্যাৎ আড়াই কিলোমিটার দৃশ্যমান হলো।



এর আগে গত ১৪ অক্টোবর সোমবার স্প্যানটি জাজিরার চর থেকে ২৩-২৪ নম্বর পিয়ারের কাছে নেওয়া হয়। গত বুধ বা বৃহস্পতিবার স্প্যানটি (সুপার স্ট্রাকচার) বসানোর শিডিউল ছিল বলে পদ্মা সেতু প্রকল্পের একাধিক প্রকৌশলী জানিয়েছিলেন।



- স্প্যানটি বসানোর পর সেতুর ৪১টি স্প্যানের মধ্যে ১৫টি স্প্যান বসানো হলো। তবে, এরমধ্যে মাওয়া প্রান্তে একটি স্প্যান অস্থায়ীভাবে বসানো আছে। জাজিরা প্রান্তে ১১টি স্প্যানের মোট হাজার ৬৫০ মিটার মাওয়া প্রান্তের তিনটি স্থায়ী একটি অস্থায়ী স্প্যান মোট ৬০০ মিটার মিলিয়ে সেতুর মোট হাজার ২৫০ মিটার দৃশ্যমান হলো।



জানা যায়, শীঘ্রই বসবে আরও ৫টি স্প্যান। এর মধ্যে ৪টি কনস্ট্রাকশন ইয়ার্ডে এবং ১টি চর এলাকায় রাখা হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে এই ৫টি স্প্যান বসিয়ে দেওয়া যাবে বলে জানান প্রকৌশলীরা।



পদ্মাসেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম জানান, নাব্যতা সংকটের কারণে স্প্যান খুঁটিতে বসাতে দেরি হয়েছে। তবে পরবর্তী টি স্প্যান বসাতে এরকম দেরি হবে না। কারণ ড্রেজিং যেভাবে করা হয়েছে তাতে বাকি স্প্যানগুলো এই চ্যানেল ধরে চলে কন্সট্রাকশন ইয়ার্ড থেকে খুঁটির কাছে সহজে চলে যেতে পারবে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top