সিডনী রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১

পদ্মা সেতুর ১৬ তম স্প্যানে আড়াই কিলোমিটার দৃশ্যমান


প্রকাশিত:
২০ নভেম্বর ২০১৯ ০৩:৫৯

আপডেট:
৫ মে ২০২৪ ২৩:৫৬

পদ্মা সেতুর ১৬ তম স্প্যানে আড়াই কিলোমিটার দৃশ্যমান

প্রভাত ফেরী ডেস্ক: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে মঙ্গলবার দুপুরে পদ্মা সেতুর ১৬তম স্প্যান বসানো হয়েছে। সেতুর ১৬ ১৭ নম্বর পিলারের উপর স্প্যান ডি বসানো হয়। দুপুর ১টার দিকে স্প্যানটি বসানোর মধ্য দিয়ে সেতুর ২৪০০ মিটার তথা দশমিক কিলোমিটার দৃশ্যমান হল।



মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে ১৬ ১৭ নম্বর পিলারের উপরথ্রি ডিনম্বরের স্প্যানটি বসানো হয়েছে বলে জানিয়েছেন পদ্মা সেতুর প্রকৌশলী হুমায়ুন কবির।



প্রকৌশলী হুমায়ুন কবির বলেন, মঙ্গলবার সকাল ৯টার দিকে ভাসমান ক্রেনযোগে স্প্যানটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু নদীতে কুয়াশা থাকায় সকাল পৌনে ১০টায় এটি নিয়ে আসা হয়। কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ১৬ ১৭ নম্বর পিলারের দূরত্ব কম হওয়ায় এটি নিয়ে যেতে ভাসমান ক্রেনের তেমন সময় লাগেনি। তাই অল্প সময়ের মধ্যেই স্প্যানটি পিলারের উপর বসানো গেছে।



চলতি বছরের মধ্যে সেতুর ১৯, ২০, ২১, ২২, ২৩ নম্বর পিলারের ওপর চারটি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে। সর্বশেষ চলিত বছরের ২২ অক্টোবর জাজিরা প্রান্তে ২৩ ২৪ নম্বর পিলারের উপর বসানো হয় ১৫তম স্প্যান '-'



জানা গেছে, পুরো সেতুতে হাজার ৯৩১টি রোডওয়ে ¯স্ল্যাব বসানো হবে। আর রেলওয়ে-স্ল্যাব বসানো হবে হাজার ৯৫৯টি।



মূল সেতু নির্মাণের কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) নদী শাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনোহাইড্রো কর্পোরেশন। .১৫ কিলোমিটার দীর্ঘ এই বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এই সেতুর কাঠামো।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top