সিডনী রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১

দেশ ও জাতির আশা-আকাঙ্খার কেন্দ্রস্থল হচ্ছে বিশ্ববিদ্যালয়: রাষ্ট্রপতি


প্রকাশিত:
২৩ ডিসেম্বর ২০১৯ ০৭:৩৩

আপডেট:
২৩ ডিসেম্বর ২০১৯ ০৭:৩৪

ছবি: সংগৃহীত

প্রভাত ফেরী ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে দেশ ও জাতির আশা-আকাঙ্খার কেন্দ্রস্থল। জ্ঞান চর্চার পাশাপাশি মূল্যবোধ লালন, নীতি-নৈতিকতা, দেশপ্রেম উৎসারিত করার শ্রেষ্ঠ ক্ষেত্র এটি। বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে যুক্তি ও সত্যের অনুসন্ধান, নতুন নতুন জ্ঞান সৃজন এবং মানবকল্যাণে তার ব্যবহার।

রবিবার দুপুরে রাষ্ট্রপতি খুলনা বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তনে এসব কথা বলেন। তিনি বলেন, প্রযুক্তির উদ্ভাবনের মাধ্যমে মানুষের সমস্যা নিরসনসহ দেশ ও জাতি নির্বিশেষ মানবজাতির ভবিষ্যৎ পথের নির্দেশনা প্রদান।

রাষ্ট্রপতি বলেন, উচ্চশিক্ষা ও গবেষণা ওতপ্রোতভাবে জড়িত। একটি সফল গবেষণার মাধ্যমে উদ্ভাবিত জ্ঞান মানবজাতির অশেষ কল্যাণ বয়ে আনতে পারে। চিকিৎসাসহ জীবনমান সহজ করতে পারে। এমনকি বিশ্বরাজনীতি, ভূ-অর্থনীতি, বিশ্ববাণিজ্য, আঞ্চলিক বা দেশীয় আর্থ-সামাজিক পরিবর্তন সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে গবেষণা যাতে আন্তর্জাতিক মানের হয় এবং জীবনমুখী ও মানবকল্যাণে নিবেদিত হয় সেদিকে নজর দিতে হবে। গবেষণার ফল যাতে লাইব্রেরিতে বন্দি না থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজে লাগে তা নিশ্চিত করতে হবে।

রাষ্ট্রপতি শিক্ষকদের উদ্দেশ করে বলেন, শিক্ষক-গবেষকদের জ্ঞান, দক্ষতা, প্রজ্ঞা ভবিষ্যৎ জাতি গঠনের নিয়ামত শক্তি। কিন্তু শিক্ষকরা যখন আদর্শ থেকে দূরে চলে যান, তখন শিক্ষার্থীদের মধ্যে তার নেতিবাচক প্রভাব পড়ে। তাই আদর্শের প্রতি অবিচল থেকে শিক্ষকরা জ্ঞান অর্জন ও বিতরণে নিবেদিত থাকবেন জাতি তা প্রত্যাশা করে।

এদিকে সমাবর্তন উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের গোটা ক্যাম্পাস ছিল উৎসবমুখর। সমাবর্তনে আগত প্রাক্তন শিক্ষার্থীদের পদাচারণায় মুখরিত ক্যাম্পাস।

খুলনা অঞ্চলে জীববৈচিত্র্য সমৃদ্ধ ঐতিহ্যবাহি সুন্দরবন ও সামুদ্রিক সম্পদ সমৃদ্ধ বিশাল উপকূলের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের জীববৈচিত্র্য ও উপকূলীয় মূল্যবান সম্পদ বিষয়ে মনোনিবেশের আহ্বান জানান।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top