সিডনী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১

চালু হলো নারী উদ্যোক্তাদের ডিজিটাল প্ল্যাটফর্ম "ওয়েন্ড অ্যাপ"


প্রকাশিত:
৩০ ডিসেম্বর ২০১৯ ০৮:২৫

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ২৩:১৯

ফাইল ছবি

প্রভাত ফেরী ডেস্ক: বাংলাদেশের সকল নারী উদ্যোক্তাদের এক ছাতার নিচে নিয়ে আসতে প্রথমবারের মতো নারী উদ্যোক্তাদের ডিজিটাল প্ল্যাটফর্ম "ওয়েন্ড অ্যাপ" এর যাত্রা শুরু হয়েছে। রোববার রাজধানীর আইবিএ অ্যালামনাই ক্লাবে বাংলাদেশে নারী উদ্যোক্তাদের অন্যতম বৃহৎ সংগঠন ওমেন এন্ট্রেপ্রিনিয়ার্স নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (ওয়েন্ড) "ওয়েন্ড অ্যাপ" উন্মোচন করে। এর আগে ওয়েন্ড-এর দ্বিতীয় বার্ষিক সাধারণ সভায় সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।

সংগঠনের সভাপতি ড. নাদিয়া বিনতে আমিন-এর সভাপতিত্বে এই অ্যাপ উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। এ সময় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী সদস্য হারুন-উর রশীদ, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর নীতি) আলমগীর হোসেন এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আইসিটি ডিভিশনের নির্বাহী পরিচালক পার্থ প্রতীম দেব।

আয়োজকরা জানান, ওয়েন্ড অ্যাপের মাধ্যমে নারী উদ্যোক্তারা সকলেই একে অন্যের সাথে যোগাযোগ করতে পারবেন এবং তাদের ব্যবসা প্রচার ও প্রসারের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। অ্যাপটি পুরোপুরি কার্যকর হতে কিছুদিন সময় লাগবে।

এ সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি নারী উদ্যোক্তাদের অগ্রগতির প্রশংসা করে বলেন, নারী উদ্যােক্তাদের ব্যবসা করার ক্ষেত্রে ট্যাক্স কমানোর অনুরোধ করে বাণিজ্য মন্ত্রণালয় থেকে আগামী ১০ জানুয়ারির মধ্যে অর্থমন্ত্রণালয়ে চিঠি দেওয়া হবে। ডিজিটাল বাংলাদেশের গড়ার ক্ষেত্রে এই ওয়েন্ড অ্যাপ নারীদের এটি প্রথম পদক্ষেপ। তবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাংলাদেশের নারী উদ্যোক্তাদের আরও সক্ষমতা অর্জন করতে হবে।

ওয়েন্ড-এর সভাপতি ড. নাদিয়া বিনতে আমিন বলেন, তথ্য-প্রযুক্তির এই যুগে নারী উদ্যোক্তাদের আরও একধাপ এগিয়ে নিতে আমরা এই ওয়েন্ড অ্যাপ চালু করেছি। আমরা আশা করি, বাংলাদেশের নারী উদ্যোক্তারা নিজেদের ব্যবসা বা পণ্যের কল্যাণে ওয়েন্ড অ্যাপকে কার্যকরী ভূমিকায় পাবেন।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top