সিডনী সোমবার, ৬ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বাংলাদেশে আসছেন মোদি মাহাথিরসহ বিশ্বনেতারা


প্রকাশিত:
৯ জানুয়ারী ২০২০ ০২:০৩

আপডেট:
৯ জানুয়ারী ২০২০ ২১:২৯

ফাইল ছবি

প্রভাত ফেরী ডেস্ক: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে যোগ দিতে সম্মতি জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মদ, সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জাতিসংঘের সাবেক প্রেসিডেন্ট বান কি মুন, ওআইসি সেক্রেটারি জেনারেল ইউসুফ আহমেদ আল-ওথাইমিন, ভারতের কংগ্রেস নেতা সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন বিশ্বনেতা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুন বাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বঙ্গবন্ধুর শতবার্ষিকী উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক কর্মসূচি ও যোগাযোগ উপকমিটির সভায় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এ তথ্য জানান।

ড. মোমেন বলেন, যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে আমাদের কাজের বেশ কিছু অগ্রগতিও হয়েছে। এ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের ৭৭টি মিশনে তিনশ-এর মতো অনুষ্ঠানের আয়োজন করা হবে।

পরাষ্ট্রমন্ত্রী বলেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ভুটানের রাজা জিগমে খেশার ন্যামগেল ওয়াংচুকও অনুষ্ঠানে যোগ দেবেন বলে আমরা আশাবাদী। বছর জুড়ে আয়োজিত অন্যান্য অনুষ্ঠানে বিশ্বনেতারা যোগ দেবেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইতোমধ্যে তিনটি বঙ্গবন্ধু চেয়ার স্থাপন করা হয়েছে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে আমরা একটি বঙ্গবন্ধু সেন্টার স্থাপন করেছি। পাকিস্তানের মিশনে আমরা বঙ্গবন্ধুর বড় একটি ম্যুরাল স্থাপন করছি। চারটি দেশের বড় বড় শহরে বঙ্গবন্ধুর নামে রাস্তার নামকরণ করা হচ্ছে। উপকমিটির সভায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৭ মার্চের অনুষ্ঠানে কাকে আনব তা এখনও চূড়ান্ত হয়নি। বছর জুড়ে বিভিন্ন অনুষ্ঠান হবে এবং সেখানে তারা অংশ নেবেন।

উদাহরণ হিসেবে তিনি বলেন, মার্চের ২২-২৩ তারিখে সংসদে বড় অনুষ্ঠান হবে। জুলিও কুরি উৎসব হবে এবং বছর জুড়ে বিভিন্ন অনুষ্ঠানে অতিথিরা আসবেন। তবে ১৭ মার্চের অনুষ্ঠানে আমরা নির্বাচিত অতিথিদের আনতে চাই। ১৯৯৬ সালে বাংলাদেশের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নেলসন ম্যান্ডেলা ও ইয়াসির আরাফাতসহ চারজনকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলেও স্মরণ করিয়ে দেন তিনি।

মন্ত্রী বলেন, ১২টি বড় মিশনে চিত্রকলা প্রদর্শনী আয়োজন করা হবে। আমাদের দেশের শিল্পীরা সেখানে যাবেন এবং বড় আকারে অনুষ্ঠানের আয়োজন করা হবে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top