সিডনী রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১

পদ্মা সেতুতে বসল ২১তম স্প্যান, ৩ হাজার ১৫০ মিটার দৃশ্যমান


প্রকাশিত:
১৫ জানুয়ারী ২০২০ ২২:০৪

আপডেট:
১৭ জানুয়ারী ২০২০ ১২:৫৫

ফাইল ছবি

প্রভাত ফেরী ডেস্ক: শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর ২১তম স্প্যানটি বসানো হয়েছে। সেতুর ৩২ ও ৩৩ নম্বর পিলারের ওপর বসানো হয় স্প্যানটি। এতে দৃশ্যমান হলো পদ্মা সেতুর ৩ হাজার ১৫০ মিটার। মঙ্গলবার বিকালে ২১তম স্প্যানটি বসানো হয়েছে। ২০তম স্প্যানটি বসানোর ১৪ দিনের মাথায় এই ২১তম স্প্যানটি বসানো হলো।

পদ্মা সেতু প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী হুমায়ূন কবীর জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জের মাওয়া কুমারভোগ কনেস্ট্রাকশন ইয়ার্ড থেকে ৩ হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার ‘তিয়ান-ই’ ভাসমান ক্রেন দিয়ে ১৫০ মিটার দৈর্ঘ্য ও ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি জাজিরা প্রান্তের দিকে রওনা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে স্প্যানটি জাজিরা প্রান্তের ৩২ ও ৩৩ পিলারের ওপরে তোলার কাজ শুরু হয়। পরে বিকাল সোয়া ৩টার দিকে স্প্যানটি বসানোর কাজ সম্পন্ন হয়।

জানা যায়, পদ্মা সেতুর মোট ৪২টি পিলারের মধ্যে বর্তমানে কাজ সম্পন্ন হয়েছে ৩৫টির। সেতুতে ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে ৪১০টি রেল স্ল্যাব বসানো হয়েছে। ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে ১২৫টি স্ল্যাব বসানো শেষ হয়েছে। পদ্মা সেতুর মোট ৪১টি স্প্যানের মধ্যে চীন থেকে মাওয়ায় এসে পৌঁছেছে ৩৫টি স্প্যান। এর মধ্যে ২১টি স্প্যান বসে গেছে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যরে দ্বিতল সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে।

চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড মূল সেতু নির্মাণের কাজ করছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top