সিডনী মঙ্গলবার, ২৩শে এপ্রিল ২০২৪, ১০ই বৈশাখ ১৪৩১

বিশ্বের প্রথম করোনা ভাইরাসের ভ্যাকসিনের হলো আবিষ্কার : শিবব্রত গুহ


প্রকাশিত:
১৩ আগস্ট ২০২০ ২০:৪৪

আপডেট:
২৩ এপ্রিল ২০২৪ ১৩:৪৪

 

বর্তমানে সারা বিশ্বের মানবসমাজ করোনা সমস্যায় জর্জরিত। এই মারণ ভাইরাসের প্রবল দাপটে মানবজীবন হয়ে পড়েছিল বিপর্যস্ত। মানুষ হয়ে গেছে দিশেহারা। তাদের জীবন- জীবিকা আজ প্রবল সমস্যার মুখে পড়েছে। এহেন দুঃসহ পরিস্থিতিতে, মানবজীবনে আশার আলো জাগালো বিশ্বের এক দেশ, তার নাম কি
জানেন? তার নাম হল রাশিয়া।

কথা রাখলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি এর আগে, বিশ্ববাসীকে উদ্দেশ্য করে বলেছিলেন, যে, সবার আগে, যত শীঘ্র সম্ভব করোনা ভাইরাসের ভ্যাকসিন বাজারে আনবে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট তাঁর দাবিকে প্রমাণ করলেন সত্য। পৃথিবীর তাবড় তাবড় দেশকে পেছনে ফেলে দিয়ে, রাশিয়া এক ঘোষণা করল গত ১১ ই আগস্ট। কি সেই ঘোষণা? তা হল, রাশিয়া আবিষ্কার করে ফেলেছে করোনা ভাইরাসের ভ্যাকসিন।

খুব তাড়াতাড়ি এই ভ্যাকসিনের বাণিজ্যিক উৎপাদন যাবে শুরু হয়ে। এতদিন ধরে ভাবা হচ্ছিল, যে, সবার আগে ব্রিটেনের অক্সফোর্ড করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করে ফেলবে। সেখানে, রাশিয়া কিন্তু তাক লাগিয়ে দিল সারা বিশ্ববাসীকে।

এই প্রসঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, "এই ভ্যাকসিন নিরাপদ। আমার পরিবারের একজন সদস্য মানবজাতির জন্য এই মহান কাজে অংশ নিতে পেরেছে বলে আমি গর্বিত। আশা করছি, অদূর ভবিষ্যতে আমরা এই টিকা, বিশ্বের সব দেশে পৌঁছে দিতে পারব”। ভ্লাদিমির পুতিন ও তাঁর পরিবারের নাম কিন্তু উঠে গেল ইতিহাসের পাতায়। পুতিনের এক মেয়েকে ইতিমধ্যে সদ্য আবিষ্কৃত করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া হয়েছে। এই সাহস দেখানোর জন্য, পুতিন ও তাঁর পরিবারকে ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই।

নানান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে, নিজের যোগ্যতা অর্জন করেছে এই ভ্যাকসিন। করোনা ভাইরাসকে পুরোদমে প্রতিরোধ করার ক্ষমতা আছে এই ভ্যাকসিনের। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত, রাশিয়া করোনা সংক্রমণের নিরিখে, পৃথিবীর মধ্যে আছে চতুর্থ স্থানে। এই দেশে এই মারণ ভাইরাসে আক্রান্তের সংখা কত জানেন? ৮ লক্ষ ৯০ হাজারের বেশি। রাশিয়াতে এই প্রাণঘাতী ভাইরাসে মৃত্যু হয়েছে, ১৪ হাজার ৯০০ জনের। যা খুবই আতঙ্ক ছড়ানোর মতো এক তথ্য রাশিয়ানদের জন্য।

কিন্তু, এখন প্রশ্ন হল, যে, কিভাবে কাজ করবে এই করোনা ভাইরাসের ভ্যাকসিন? এই সম্পর্কে, মস্কোর গ্যামলিয়া রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর আলেকজান্ডার গিন্টসবার্গ জানান, এই ভ্যাকসিন কিছু জড় বা নিষ্প্রাণ পার্টিকলস তৈরি করবে। সেখান থেকেই থেকেই তৈরি হবে করোনা মোকাবিলা করার মতো Antibody.
এখনো অবধি এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি।

এই ভ্যাকসিনের প্রথম ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছিল গত ১৮ ই জুন। নানা পর্যায়ে, দুমাসে, ১৬০০ জনের ওপর প্রয়োগ করা হয়েছিল। এর উৎপাদন শুরু হবে আগামী সেপ্টেম্বর মাসে। আগামী অক্টোবর মাসে, রাশিয়ায়, ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে হবে এই ভ্যাকসিনের প্রয়োগ। আগামী ডিসেম্বর মাসের মধ্যে, এর ২ কোটি
ডোজ তৈরির পরিকল্পনা করা হয়েছে। এই ভ্যাকসিন নিয়ে আপাতত ৫টি দেশের সাথে চুক্তি আছে রাশিয়ার।

এই করোনা ভাইরাসের ভ্যাকসিনের নাম কি জানেন? এর নাম হল স্পুটনিক - ভি। কিন্তু, এই ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে ইতিমধ্যে সন্দেহ প্রকাশ করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেনের মতো বিশ্বের তাবড় দেশ। এরা তুলেছে বেশ কিছু প্রশ্ন, বিশেষত, যেভাবে, তাড়াতাড়ি করে করোনা ভাইরাসের ভ্যাকসিন
আনা হচ্ছে, তাতে প্রয়োজনীয় পরীক্ষা - নিরীক্ষা, আদৌ ঠিকমতো হয়েছে কিনা! তা নিয়ে, অনেকেই সন্দিহান।

তবে তর্ক - বিতর্ক থাকবেই, কিন্তু, যে মারণ ভাইরাসের প্রবল আক্রমণে, সারা বিশ্বে উঠেছিল ত্রাহি ত্রাহি রব, রাশিয়ার আগে পৃথিবীর কোন দেশ পারেনি করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করতে, করোনার মতো মহাশক্তিশালী ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করা অত সহজ ব্যাপার নয়। এ অতি কঠিন কাজ।

এই মহান কাজের জন্য রাশিয়া ও তাঁদের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনেক অনেক ধন্যবাদ প্রাপ্য। তাঁরা অসম্ভবকে করেছেন সম্ভব। বিশ্বের প্রথম করোনা ভাইরাসের ভ্যাকসিনের হল আবিষ্কার, রাশিয়াতে, এ বার্তা সারা পৃথিবীর মানবসমাজের করোনা আতঙ্ক করবে দূর, এই আশা রাখি।


শিবব্রত গুহ
কলকাতা

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top