বাংলাদেশ লেখিকা সংঘের কার্যকরী সভা


প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৫৩

আপডেট:
৪ মে ২০২০ ১৩:১০

বাম থেকে যথাক্রমে দিলারা মেসবাহ (সভাপতি), বেগম রাজিয়া হোসাইন (প্রধান উপদেষ্টা), শাহান আরা জাকির ??

 

প্রেস রিলিজঃ ১৩ সেপ্টেম্বর ২০১৯ বাংলাদেশ লেখিকা সংঘের মাসিক সভা ধানমন্ডির 'আড্ডা' রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা 'অসমাপ্ত আত্মজীবনী ও 'কারাগারের রোজনামচা' থেকে পাঠ, তাঁর স্মৃতিচারণ, আলোচনা ও কবিতা পাঠ করা হয়। সভায় আগামী ২০১৯-২০২১ সালের নুতন কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যথাক্রমে লেখিকা সংঘের প্রধান উপদেষ্টা বেগম রাজিয়া হোসাইন, সেলিনা খালেক, সভাপতি দিলারা মেসবাহ, রিফাত আরা সাহানা, সুফিয়া রহমান, মমতাজ জাহান করিম, শিউলি খন্দকার, দিলারা আখতার, তাহমিনা কোরায়শী, মোর্শেদা নাসির, লুৎফুন নাহার ঝর্ণা, ড.শামীম আরা, ড. মাজেদা রফিকুন্নেসা, সুরাইয়া চৌধুরী, জেসমিন খান লাবণ্য ও শাহান আরা জাকির পারুল ।



আপনার মূল্যবান মতামত দিন:


Top