যুদ্ধ, শান্তির যুদ্ধ : সাজিব চৌধুরী
প্রকাশিত:
২০ অক্টোবর ২০২১ ২১:০৩
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০৪:০৫

আক্রমণ হচ্ছে, সাম্প্রদায়িক আক্রমণ।
মানুষ পালাচ্ছে বাস্তুভিটে ছেড়ে।
একটা শিশু ভয়ে কুঁকড়ে যাচ্ছে,
একটা শিশু চিৎকার দিতে-দিতে মাকে খুঁজছে,
একটা শিশু আগুন-আগুন করে কাঁপছে আর কাঁপছে।
এক মা তার দুধ-সন্তানের কান্নামুখ চেপে ধরেছে,
এক মা তার যৌবনবতী মেয়েকে সঙ্গে নিয়ে লুকিয়ে
আছে পাশের ধানক্ষেতে।
আক্রমণ হচ্ছে, সাম্প্রদায়িক আক্রমণ।
আগুন জ্বলছে, পুড়ে যাচ্ছে সোনার সংসার,
পুড়ে যাচ্ছে রক্তঘামে অর্জিত এক জনমের সঞ্চিত সুখ,
পুড়ে যাচ্ছে স্বপ্ন, আহ্লাদ, বেঁচে থাকার শেষ ভরসা।
কয়েকটি পুরুষলাশ পড়ে আছে এখানে-ওখানে।
কেউকেউ বলছে আগুন নিভে গেছে;
হতে পারে বাইরের আগুন।
তবুও নারী-পুরুষ বেরিয়ে আসছে।
কেউ বেরিয়ে আসছে বাঁশঝাড় থেকে,
কেউ বেরিয়ে আসছে ধানক্ষেত থেকে,
কেউ বেরিয়ে আসছে জলশয় থেকে।
কেউকেউ বেরিয়ে আসছে না।
মা, মেয়ে, মাসী, পিসী একসাথে
লজ্জায় লেপ্টে আছে মাটির দিকে মুখ রেখে।
এক দশবছরের শিশুকন্যা রক্তস্রোতে ভাসছে;
হয়তো সে কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে এই পৃথিবী।
যারা বেরিয়ে আসছে না, তারা সবাই নারী এবং নারী।
কেন, কীজন্য, বুঝতে অসুবিধে হওয়ার কথা নয়।
তারা পৃথিবীর মুখ দেখতে চায় না।
তারা মানুষ দেখলেই ভাবছে জানোয়ার,
লোভাতুর উদ্ভট হিংস্র জানোয়ার।
আক্রমণ হচ্ছে, সাম্প্রদায়িক আক্রমণ,
ধর্ম বাঁচানোর আক্রমণ;
কোথাও প্রতিপক্ষ আছে, কোথাও প্রতিপক্ষহীন।
শুনছি, তারা ধার্মিক, তারা শান্তির জন্য যুদ্ধ করছে।
পৃথিবীর বিভিন্ন স্থানে, উপস্থানে চলছে যুদ্ধ,
কমপক্ষে চার হাজার তিনশত ধর্মের মধ্যে।
হে ঈশ্বর, আমাদের আরও ধর্ম দাও;
নাহয় তোমার ঐশ্বর্য কতটুকুইবা থাকে?
সাজিব চৌধুরী
কবি ও প্রাবন্ধিক
বিষয়: সাজিব চৌধুরী
আপনার মূল্যবান মতামত দিন: