বাজারে আসছে ৪৮ এমপি ক্যামেরা সেন্সরের স্মার্টফোন


প্রকাশিত:
৩১ জুলাই ২০১৮ ০০:৫৮

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:৩৮

বাজারে আসছে ৪৮ এমপি ক্যামেরা সেন্সরের স্মার্টফোন

মোবাইল প্রযুক্তিতে সাড়া ফেলতে চলেছে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সরের স্মার্টফোন। জাপানিজ সংস্থা সোনির উদ্ভাবনায় স্মার্টফোনটি বাজারে আসছে ২০১৮ সালের সেপ্টেম্বরেই। ধারনা করা হচ্ছে এটাই পৃথিবীর প্রথম ৪৮ মেগাপিক্সেল সেন্সরযুক্ত ক্যামেরার সুবিধা৷



জাপানিজ সংস্থা সোনি জানাচ্ছে, আধুনিক স্মার্টফোনগুলিতে ভাল ছবির জন্য উন্নতমানের ক্যামেরার প্রয়োজন হয়৷ এসএলআর ক্যামেরার নতুন প্রতিদ্ধন্ধী হিসেবে সোনির ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সরটি হাজির মার্কেটে৷ যেখানে স্মার্টফোনকে ব্যবহার করেই ইউজাররা সুন্দর, হাই রেজুলেশনের ছবি তুলতে পারবেন৷



চলতি বাজারে হাই রেজুলেশনের ক্যামেরা সেন্সরযুক্ত (৪০ এমপি) দুটি সেট রয়ছে, Huawei P20 Pro এবং Nokia Lumia 1020৷ মার্কিনি সংস্থা Apple ক্যামেরা সেন্সরের যোগানের জন্য দীর্ঘদিন ব্যবহার করেছে এই জাাপনি সংস্থা সোনিকে৷ সংস্থার নিজস্ব প্রযুক্তিকে ব্যবহার করেই বাজারে আনছে এই বিশেষ সেন্সর৷ আগামী সেপেম্বরে ক্যামেরা সেন্সরটির বেশ কিছু স্যাম্পেল খুব কম দামে বাজারে ছাড়া হবে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top