সিডনী মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৪, ১লা আশ্বিন ১৪৩১

স্যামসাং গ্যালাক্সি এস৮ লাইট কেমন হবে ?


প্রকাশিত:
১০ মে ২০১৮ ০০:৩৫

আপডেট:
১৭ সেপ্টেম্বর ২০২৪ ০২:১৩

স্যামসাং গ্যালাক্সি এস৮ লাইট কেমন হবে  ?

স্যামসাং তাদের তুমুল জনপ্রিয় ফ্ল্যাগশিপের স্বল্পমূল্যের সংস্করণ বাজারে আনছে। ফোনটির নাম দেয়া হতে পারে গ্যালাক্সি এস৮ লাইট। ফোনটির ডিজাইন ও শেইপ হবে গ্যালাক্সি এস৮ এর মতো।



গ্যালাক্সি এস৮ এর সঙ্গে লাইট সংস্করণটির মূল পার্থক্য প্রসেসর ও হার্ডওয়্যারে। ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ অক্টাকোর প্রসেসর। সঙ্গে থাকবে ৪ গিগাবাইট র‌্যাম, ৫ দশমিক ৮ ইঞ্চি ডিসপ্লে যার রেজুলেশন ২২২০ x ১০৮০ পিক্সেল।



ক্যামেরার রেজুলেশন দেয়া হবে ১৬ মেগাপিক্সেল, যা গ্যালাক্সি এস৮ এর ১২ মেগাপিক্সেলের চেয়ে বেশি হলেও সেন্সরটির মান কিছুটা কম হবে।



এছাড়া ব্যাটারি দেওয়া হবে ৩ হাজার এমএএইচ ধারণক্ষমতার, অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড ওরিও।



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top