৮৬ শতাংশ মানুষ ভুয়া খবরের কবলে


প্রকাশিত:
১৮ জুন ২০১৯ ০৫:৪৩

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:২০

৮৬ শতাংশ মানুষ ভুয়া খবরের কবলে

ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে প্রায় ৮৬ শতাংশ মানুষ ভুয়া খবরের শিকার হচ্ছেন। একটি মার্কিন জরিপকারী প্রতিষ্ঠান এমন খবর দিয়েছে।



২৫টি দেশের ২৫ হাজার মানুষকে নিয়ে সমীক্ষা চালায় ওই প্রতিষ্ঠানটি। গত বছরের ২১ ডিসেম্বর থেকে এই বছরের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চালানো সেই সমীক্ষায় উঠে এসেছে, ভুয়া খবরের বেশির ভাগ ছড়াচ্ছে ফেসবুকে। তা ছাড়া ইউটিউব, টুইটার এবং ব্লগেও ভুল খবরের রমরমা।



সমীক্ষা বলছে, বেশির ভাগ ভুয়া খবর ছড়ায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। তার পরেই রয়েছে রাশিয়া এবং চীন।



প্রতিষ্ঠানটির মুখপাত্র অসলার হ্যাম্পসন বলেন, ‘এ বছরের সমীক্ষা শুধু ইন্টারনেট কতটা ভঙ্গুর, সেই প্রশ্নটাই তুলে ধরেনি; দেখা গেছে সোশ্যাল মিডিয়া সংস্থাগুলো দৈনন্দিন জীবনে তথা ব্যক্তি-পরিসরে যেভাবে ছড়ি ঘোরাচ্ছে, তা নিয়ে প্রবল অস্বস্তিতে সাধারণ মানুষ।’



তাদের প্রতিবেদনে বলা হয়েছে, সব চেয়ে সহজে প্রভাবিত হচ্ছেন মিশরের মানুষেরা। আর সব চেয়ে বেশি সন্দেহগ্রস্ত পাকিস্তানিরা।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top