সিডনী মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১

আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হলো ফেসবুকের নিজস্ব ভার্চুয়াল মুদ্রা ‘লিবরা’র


প্রকাশিত:
১৯ জুন ২০১৯ ০৬:৪১

আপডেট:
১৪ মে ২০২৪ ০৩:২৪

আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হলো ফেসবুকের নিজস্ব ভার্চুয়াল মুদ্রা ‘লিবরা’র

নিজস্ব ক্রিপ্টোকারেন্সি আনার পরিকল্পনা প্রকাশ করল ফেসবুক। ভার্চুয়াল মুদ্রার ইতিহাসে সবচেয়ে গোপন প্রকল্প ছিল এটি। যদিও ছয় মাস আগে এর খবর ফাঁস হয়ে যায়।



গার্ডিয়ানসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ২০২০ সালে লিবরা নামে যাত্রা করছে ফেসবুকের এই ভার্চুয়াল মুদ্রা।



মঙ্গলবার অফিশিয়াল পেজে এক পোস্টের মাধ্যমে লিবরার আনুষ্ঠানিক ঘোষণা দেন ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। 



মাস্টার কার্ড, পেপাল, ভিসা, ভোডাফোন, উবারের মতো বিশ্বখ্যাত ২৭টি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে এই মুদ্রা চালু করবে ফেসবুক।



এই ক্রিপ্টোকারেন্সি আনার উদ্দেশ্য সম্পর্ক জাকারবার্গ বলেন, “সহজ একটি অর্থ ব্যবস্থা হবে লিবরা। বিশ্বের কোটি কোটি মানুষ এটি ব্যবহার করে উপকৃত হবেন।”



সেই সঙ্গে লিবরা ব্যবহারে প্রত্যেকটি ধাপেই গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। ফলে মানি-লন্ডারিং সহ একাধিক ঝুঁকিপূর্ণ লেনদেন থেকে নিরাপত্তা পাবে গ্রাহকেরা।



এ ছাড়াও অংশীদারি প্রতিষ্ঠানগুলো মিলে ‘লিবরা অ্যাসোসিয়েশন’ নামে একটি অলাভজনক সংগঠন গড়ারও ঘোষণা দেন জাকারবার্গ। বিশেষজ্ঞ একটি টিম সংগঠনটির অধীনে লিবরার যাবতীয় দেখভাল করবে।



ডলার, পাউন্ড, রুপি, টাকা এই সব প্রচলিত মুদ্রার মতো ক্রিপ্টোকারেন্সিও এক ধরনের মুদ্রা। ভার্চুয়াল মুদ্রা নামেই যা পরিচিত। ব্লক চেইন প্রযুক্তির মাধ্যমে লেনদেনে এই মুদ্রা ব্যবহার হয়।



ক্রিপ্টোকারেন্সির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে বিটকয়েন। এ ছাড়া গোল্ড কয়েন, লাইট কয়েন, বিটক্যাশ ইত্যাদিও জনপ্রিয় ভার্চুয়াল মুদ্রা।



বিশ্লেষকদের মতে, ফেসবুকের এই ক্রিপ্টোকারেন্সি বিশ্বব্যাপী ব্যাংকিং সেবায় আমূল পরিবর্তন আনবে। সামাজিক মাধ্যমটির প্রকল্পটি সফল হলে, বিশ্বের সব আর্থিক লেনদেন ব্লক চেইন প্রযুক্তির আওতায় চলে আসবে।  


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top